এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুকে নিয়ে কোনরকম আলোচনা নয় দলের অন্দরে, নেত্রীর বিশেষ বার্তায় জোর জল্পনা রাজ্যে!

শুভেন্দুকে নিয়ে কোনরকম আলোচনা নয় দলের অন্দরে, নেত্রীর বিশেষ বার্তায় জোর জল্পনা রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে বেশকিছু বার্তা দিলেন তিনি। প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলের একেবারে ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে বিজেপি। তার উপরে দলের বেশ কিছু হেভিওয়েট দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে তৃণমূলের অস্বস্তি বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে দলকে বেশকিছু ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

দলের নেতাকর্মীদের প্রতি মুখ্যমন্ত্রী জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে দলের কাজ করতে হবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনরকম আলোচনা না করতে। প্রসঙ্গত, শাসকদল তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, সাংসদরা প্রবলভাবে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারীকে। তাঁদের এই কটাক্ষের ফলে রাজনৈতিক সুবিধা পেয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এরফলে বারবার তিনি আসছেন প্রচারে আলোয়। আবার এটাও স্পষ্ট হচ্ছে যে, শুভেন্দু অধিকারী দলত্যাগ করায় বিপাকে পড়েছে শাসক দল তৃণমূল। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর বিষয়ে আলোচনা আর না করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শাসক দল তৃণমূলের নতুন ওয়ার্কিং কমিটিতে যুক্ত করা হলো মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভন দেব চট্টোপাধ্যায় ও মলয় ঘটককে। ওয়ার্কিং কমিটিকে শক্তিশালী করে দলকে উজ্জীবিত করে এগিয়ে যাবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ করতেই দলের ওয়ার্কিং কমিটির এই বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। কিভাবে বিজেপিকে রুদ্ধ করে দলের প্রচার করা হবে? সে বিষয়ে পরিকল্পনা নেয়া হল এই বৈঠকে। মুখ্যমন্ত্রী তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতা করতে। সেজন্য দরকারে মাঠে নামতে। তিনি জানিয়েছেন, দল থেকে যে চলে গেছে, তাকে গুরুত্ব দেবার কোন প্রয়োজন নেই। দলে কে এলো? বা কে গেলো? তাতে দলের কিছু এসে যায় না। মুখ্যমন্ত্রী জানালেন যে, রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিকে হাতিয়ার করে এগোতে হবে শাসক দলকে। উন্নয়নকে সামনে রেখেই মানুষের কাছে পৌঁছাতে হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার মানুষের পাশে থেকেছে তা জনগণকে বোঝাবার নির্দেশ দিলেন তিনি।

এভাবে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের নেতাকর্মীদের বিশেষ ভোকাল টনিক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, একদিকে যেমন বিজেপি শক্তিশালী হচ্ছে বিজেপি, অন্যদিকে বারবার ভাঙ্গন দেখা দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলে। এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের আত্মবিশ্বাসে যাতে চিড় না ধরে, সে কারণে ইতিবাচক কথা বলে দলের নেতাকর্মীদের মনোবল বাড়িয়ে দেবার বিশেষ পরিকল্পনা নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!