এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় ক্ষমতায় এসেই তিপ্রাল্যান্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত বিজেপির

ত্রিপুরায় ক্ষমতায় এসেই তিপ্রাল্যান্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত বিজেপির


এবার রাজ্যসভায় প্রশ্ন উঠলো ‘তিপ্রাল্যান্ডের’ দাবি নিয়ে আলোচনার জন্য কোনো উচ্চ ক্ষমতার কমতি গড়া হবে কিনা। জানা গেছে, ত্রিপুরা নির্বাচনের আগে বিজেপি নেত্রত্ব আইপিএফটিকে আশ্বাস দেয় রাজ্য ভাগের বিষয় উচ্চ ক্ষমতার কমিটি গঠন করে তাঁদের দাবি খতিয়ে দেখা হবে। নির্বাচনে জয়ের পর স্বরাষ্ট্র মন্ত্রক এমন কমিটি গঠনের পরিকল্পনা অস্বীকার করেন। আর তাই নিয়েই এবার বাংলার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় প্রশ্ন তুললো। এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির লিখিতভাবে জানান, ”নতুন রাজ্যের জন্য বিভিন্ন সময়ে বহু সংগঠন ও ব্যক্তির কাছ থেকে দাবি এসেছে। কিন্তু নতুন রাজ্য তৈরির প্রভাব সুদূরপ্রসারী।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরেও তার প্রত্যক্ষ প্রভাব পড়ে। মূল রাজ্যে বিস্তৃত সহমত থাকলে তবেই কেন্দ্র এই বিষয়ে পদক্ষেপ করবে এবং তা করা হবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই।” ত্রিপুরা বিজেপি দলের এক নেতার কথায়, “দু’দিন আগেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে জানিয়ে দিয়েছেন, পৃথক রাজ্যের কোনও সম্ভাবনা নেই। বাকি বিষয়টিও তাঁরা জোটসঙ্গী আইপিএফটি-র সঙ্গে রাজ্যে বোঝাপড়া করে নেবেন।” এই বিষয় মুখ খোলেন নি ত্রিপুরা মন্ত্রী সভার দুই সদস্য আইপিএফটির সভাপতি এন সি দেববর্মা ও সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!