এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদির সঙ্গে চরম যুদ্ধে মমতা, দিল্লির বৈঠক বাতিল মুখ্যমন্ত্রীর !

মোদির সঙ্গে চরম যুদ্ধে মমতা, দিল্লির বৈঠক বাতিল মুখ্যমন্ত্রীর !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এতদিন যতই রাজনৈতিকভাবে বৈরিতা থাক না কেন, কেন্দ্রীয় সরকারের ডাকা মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে অন্তত উপস্থিত হতেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেখানেও প্রতিবাদ জানিয়ে অনুপস্থিত থাকছেন তিনি। যার ফলে বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিরোধ ক্রমশ তুঙ্গে উঠতে শুরু করেছে। সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে যখন বিরোধী মহাজোট গঠনের উদ্যোগ নিচ্ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, তখন নীতি আয়োগের বৈঠকে তার অনুপস্থিতি বিজেপি-তৃণমূলের দ্বন্দ্ব বৃদ্ধির আশঙ্কা বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, আগামী ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। তবে এবার সেই বৈঠকে যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কিছুদিন আগেই এই ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল। যার উত্তরে তিনি বলেছিলেন যে, তাকে একদম শেষে বলতে দেওয়া হয়। তবে যেহেতু বৈঠক রয়েছে, তাই তিনি যাবেন। কিন্তু শেষ পর্যন্ত সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর অনুপস্থিত থাকার বিষয়টি জোরালো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কথা বললেও বাম-কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলগুলো তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিংয়ের অভিযোগ করে। তবে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার নতুন করে যোগাযোগ করতে শুরু করেছে একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দল‌। তাই এই পরিস্থিতিতে বিজেপির সঙ্গে সংঘাতকে আরও তীব্র করতেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ বলে দাবি একাংশের। তবে যখন বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করছেন, তখন রাজ্যের দিকে তাকিয়ে তার এই বৈঠকে উপস্থিত হওয়া উচিত বলে কটাক্ষ করছে একাংশ। তবে শেষ পর্যন্ত এই নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি রাজ্য রাজনীতির গতি প্রকৃতিকে কোথায় নিয়ে যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!