এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বামেরা ক্ষমতায় আর ফিরবে না বর্তমান বিধায়ককে পাশে বসিয়ে জানিয়ে দিলেন প্রাক্তন মন্ত্রী

বামেরা ক্ষমতায় আর ফিরবে না বর্তমান বিধায়ককে পাশে বসিয়ে জানিয়ে দিলেন প্রাক্তন মন্ত্রী

প্রাপ্ত ভোট শতাংশের বিচারে এখনো রাজ্যের প্রধান বিরোধী দলের নাম বামফ্রন্ট। বাম সমর্থকেরা এখনো আশায় ‘সুদিনের’, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরিয়ে আবার ক্ষমতায় ফিরে আসার। কিন্তু বর্তমান বিধায়ক বিশ্বনাথ চৌধুরীকে পাশে বসিয়ে বাম মন্ত্রিসভার পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী বর্ধমানে এক অনুষ্ঠানে যা বললেন তার সারমর্ম করলে দাঁড়ায় অদূর ভবিষ্যতে বামদের রাজ্যে ক্ষমতায় ফেরা কোনো আশায় নেই, এমনকি বিগত বাম সরকারের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার অনেক ভালো কাজ করছে এমন শংসাপত্রও এল তাঁর কাছ থেকে।
গতকাল বর্ধমানে বংলা গভর্নমেন্ট পেনসনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলনে যোগ ক্ষিতি বাবু বলেন, আগামী কয়েক বছরের মধ্যে বামপন্থীদের ক্ষমতায় ফেরার কোনও সম্ভাবনাই নেই। বর্তমানে রাজ্যে বামেদের পরিস্থতি আদৌ আশাব্যাঞ্জক নয়। রাজ্যে একটা বড় ঝড় চলছে। সেই ঝড়ে বামপন্থীরা ধরাশায়ী হয়ে গিয়েছে। বেশ কিছু নেতা বেশ বড় ধরনের চোট পেয়েছেন। সেই চোট এত সহজে সারার নয়। সেই চোট সারিয়ে উঠতে যথেষ্ট সময় লাগবে, ততদিন অপেক্ষা করতেই হবে তাঁদের। এই চোট সারিয়ে বামপন্থীরা ফের কবে উঠে দাঁড়াবে, তা বোধহয় আর জীবদ্দশায় দেখে যেতে পারব না। তাছাড়া বাম জমানার চেয়ে তৃণমূল আমলে রাজ্যে বেশি উন্নতি হয়েছে, রাস্তা ঘাটের যথেষ্টই উন্নতি হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!