এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি করার ‘অপরাধে’ এবার প্রাক্তন সেনাকর্মী তৃণমূলের হাতে বেধড়ক মার খেলেন! বাড়ছে উত্তেজনা

বিজেপি করার ‘অপরাধে’ এবার প্রাক্তন সেনাকর্মী তৃণমূলের হাতে বেধড়ক মার খেলেন! বাড়ছে উত্তেজনা


bjp,tmcপ্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে এই মুহূর্তে টানটান উত্তেজনা বাংলার রাজনৈতিক মহলে। এবং সেই উত্তেজনা যত বাড়ছে, ততই বাংলার বুকে বেড়ে চলেছে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিককালে রাজ্যের প্রধান দুই যুযুধান রাজনৈতিক শিবির তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক হানাহানি ক্রমাগত বেড়েই চলেছে। একদিকে যেমন এই দুই দল নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোর দিকে জোর দিয়েছে, সেরকমই একে অন্যকে কোণঠাসা করার জন্য ক্রমাগত করে চলেছে লড়াই।

সম্প্রতি মেদিনীপুরের পটাশপুরের নৈপুর গ্রামে হয়ে গেল এরকমই একটি ঘটনা। অভিযোগ, শাসক দলের কর্মী-সমর্থকদের হাতে মার খেলেন ভারতীয় সেনার এক প্রাক্তন কর্মী। কারণ হিসেবে জানা যাচ্ছে, এই সেনা কর্মী যোগ দিয়েছিলেন সম্প্রতি বিজেপিতে। আর সে কারণেই তাঁর ওপর হল তৃণমূলী হামলা। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের পটাশপুর এর নৈপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাক্তন সেনা কর্মী অনন্ত মাইতি শনিবার ভাইয়ের বাড়ি থেকে যখন রাতে ফিরছিলেন, তখন তাঁকে রাস্তায় এক দল তৃণমূল কর্মী পথ আটকে তাঁর ওপর হামলা চালায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বেধড়ক মারধর করা হয় তাঁকে। যখন তিনি অজ্ঞান হয়ে যান, তখন তাকে রাস্তাতেই ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটাশপুর গ্রামীণ হাসপাতালে প্রথমে নিয়ে যায়। সেখানে অনন্ত মাইতির শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। হাসপাতাল থেকেই অনন্ত মাইতি পুরো ঘটনার বিবরণ দিয়ে জানিয়েছেন, তিনি বিজেপি করেন বলেই এলাকার তৃণমূল কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। এর আগেও তাঁকে বহুবার হুমকির সম্মুখীন হতে হয়েছে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। পাল্টা গেরুয়া শিবিরের দিকে অভিযোগের আঙুল তুলে তাঁরা জানিয়েছেন, শনিবার বিজেপির কর্মীরা তৃণমূল কর্মীদের ওপর মারধোর করে সেখান থেকেই বিবাদ ছড়ায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে বিধানসভার নির্বাচন যত কাছে আসবে ততই বাংলায় রাজনৈতিক হানাহানি বেড়ে উঠবে। কারণ একুশের বিধানসভা নির্বাচনী লড়াই রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপির কাছে প্রেস্টিজের লড়াই। আর সেক্ষেত্রে প্রেস্টিজ বাঁচাতে রীতিমত রাজনৈতিক হানাহানি চলছে দুই শিবিরের মধ্যে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!