এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা সংকটের মধ্যেই নজিরবিহীন সিদ্ধান্ত আন্দোলনরত কৃষকদের

করোনা সংকটের মধ্যেই নজিরবিহীন সিদ্ধান্ত আন্দোলনরত কৃষকদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে মানুষের মৃত্যু ও হাহাকার চরম পর্যায়ে পৌঁছেছে, আর এর পেছনের অন্যতম কারণ করোনা। প্রতিদিন প্রায় করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা রেকর্ড হারে বাড়তে চলেছে। করোনা আক্রান্তের নিরিখে ভারত প্রথম স্থান অধিকার করে নিয়েছে। ইতিমধ্যে অন্যদিকে আমাদের দেশে করোনা সংকটের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে অক্সিজেনের অভাব। অন্যদিকে দিল্লি সীমান্তের সিঙ্ঘু এলাকায় দীর্ঘ সময় ধরে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন কৃষকেরা। করোনা পরিস্থিতিতে দেশে আপদকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় এবার বড়সড় ঘোষণা করলেন আন্দোলনরত কৃষক সংগঠনগুলি।

যেহেতু দিল্লী সীমান্ত এলাকায় কৃষকেরা অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন, তাই আপৎকালীন অক্সিজেন পরিবহণের ক্ষেত্রে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ তুলছে বিজেপি সরকার। আর তাই এবার দিল্লিতে অবস্থানরত কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবহণ যাতে সহজে হতে পারে, তার জন্য সিংঘু সীমান্তের একাংশ তাঁরা ছেড়ে দেবেন। প্রসঙ্গত গত 26 নভেম্বর থেকে টানা অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন কৃষক সংগঠনগুলি দিল্লীর রাজপথে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন তুলে নেওয়ার দাবিতে এই বিক্ষোভ চলছে। করোনা সংকট যখন চিন্তা বাড়াচ্ছে দেশজুড়ে, ঠিক সে সময় বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে আন্দোলনরত কৃষকদের রাস্তা অবরোধ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই অভিযোগ ওঠা মাত্রই কৃষক নেতারা রাস্তার একাংশ ছেড়ে অবরোধ চালানোর কথা ঘোষণা করেছেন। সংযুক্ত কিষাণ মোর্চা দাবি জানিয়েছে, রাস্তা অবরোধের জন্য যদি কাউকে দায়ী করা যায় তাহলে সেটা মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইনের বিরুদ্ধেই রাস্তা অবরোধ শুরু হয়েছিল দীর্ঘদিন আগে এবং সেটা বাধ্য হয়েই করতে হয়েছে কৃষক সংগঠনগুলিকে। বর্তমানে পরিযায়ী শ্রমিকদেরও তাঁদের আন্দোলনে শামিল হওয়ার ডাক দিয়েছে কৃষক নেতারা।

তাঁদের দাবি, যেভাবে লকডাউনের আশঙ্কায় কাজ নিয়ে অনিশ্চয়তার মধ্যে হাজার হাজার পরিযায়ী শ্রমিক ঘরে ফিরছেন, তাতে মোদি সরকারের ব্যর্থতা ক্রমশ প্রকট হচ্ছে। অন্যদিকে কৃষকরা জানিয়ে দিয়েছেন, তাঁরা যানচলাচলের জন্য এই আপৎকালীন পরিস্থিতিতে রাস্তা অবরোধ একাংশ ছেড়ে দিচ্ছেন। কিন্তু কেন্দ্রের তিনটি কৃষি আইন বাতিলের দাবি যা রয়েছে তাতে তাঁরা অটল। কৃষকদের রাস্তা ছেড়ে দেওয়ার এই অভিনব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রায় সবাই। এই পরিস্থিতিতে অক্সিজেন সমস্যার সমাধানের দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!