এখন পড়ছেন
হোম > জাতীয় > “ভাষন না দিয়ে পরিস্থিতি সামলান” মোদীকে কড়া আক্রমণ মমতার!

“ভাষন না দিয়ে পরিস্থিতি সামলান” মোদীকে কড়া আক্রমণ মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই অবস্থায় সমস্ত রকম রোড শো বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এখন ভার্চুয়ালি মানুষের কাছে ভোট আবেদন করতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে নির্বাচনের সময় লাগাতার প্রচার করার কারণে করোনা ভাইরাস যে বাংলায় আরও বৃদ্ধি পেয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। দেশে দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার নির্বাচনী সভা করতে বাংলায় আসছেন।

আর এবার সেই বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আসানসোল থেকে ভার্চুয়াল সভা করার সময় এই ব্যাপারে নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। যেখানে ভাষন না দিয়ে পরিস্থিতি সামলানোর নির্দেশ দেন বাংলার মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, আজ নির্বাচন কমিশনের নির্দেশ মত ভার্চুয়ালি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, “বাংলা দখল করার জন্য বিজেপি ব্যস্ত হয়ে পড়েছে। আর সংকটে ফেলেছে রাজ্যকে। হু বহুদিন আগেই দ্বিতীয় ঢেউয়ের কথা জানিয়ে পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলল প্রধানমন্ত্রী তা করেননি। এমনকি কাউকে বিষয়টি জানাননি। শুধু ভাষণ দিয়ে গিয়েছেন। শুধু ভাষণ দিতে হবে না। পরিস্থিতি সামাল দিন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ করোনা ভাইরাস বৃদ্ধির সময় নরেন্দ্র মোদীকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে তার কাছে ক্ষমতা দখল করা সবার আগে বলে বুঝিয়ে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে নির্বাচনী ময়দানে ভার্চুয়াল প্রচার করার সময় নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করে শোরগোল তুলে দিলেন তিনি। যা রাজনৈতিক ভাবে বিজেপিকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, করোনা ভাইরাস বৃদ্ধির সময় কেন্দ্রীয় সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করেননি। এক্ষেত্রে বহুদিন আগে সচেতনতার কথা বলা হলেও, কেন্দ্রের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ না করার কারণেই ভারতবর্ষে ভয়াবহ আকার ধারণ করেছে এই ভাইরাস। আর এই পরিস্থিতিতে ভাইরাস যখন বৃদ্ধি পাচ্ছে, তখন প্রধানমন্ত্রী লাগাতার সভা করতে আসছেন বাংলায়।

আর এবার সেই বিষয়টিকে তুলে ধরে ভাষণ না দিয়ে পরিস্থিতি সামলানোর জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে কার্যত কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে নির্বাচনী ময়দানে তিনি এই মন্তব্য করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, দেশের ভয়াবহ পরিস্থিতির দিকে কেন্দ্রীয় সরকারের কোনো মনোযোগ নেই। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!