এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > পাক সেনাপ্রধানকে জড়িয়ে ধরে উচ্ছাস প্রকাশ সিধুর,দেশ জুড়ে নিন্দার ঝড়

পাক সেনাপ্রধানকে জড়িয়ে ধরে উচ্ছাস প্রকাশ সিধুর,দেশ জুড়ে নিন্দার ঝড়


বহু প্রতীক্ষার অবসানের পরে শনিবার ১৮ই অগষ্ট নব নির্বাচিত পাক প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণের অনুষ্ঠান আয়োজিত হলো। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন ভারতের তিন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব, সুনীল গাভাসকর ও নভজ্যোত্‍ সিং সিধু। কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ক্ষেত্রে কোনো আগ্রহ প্রকাশ করেননি কপিল দেব, সুনীল গাভাসকর। তবে স্বমহিমায় উপস্থিত ছিলেন নভজ্যোত্‍ সিং সিধু।

একদা ক্রিকেটার তথা বর্তমানে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু এদিন ইমরান খানের শপথ গ্রহণ অনুঠানে গিয়ে পাক সেনাপ্রধান কামার বাজওয়ার সঙ্গে আলিঙ্গন করে সৌজন্য বিনিময় করলেন । সকলকে স্বদেশ প্রেম বিষয়ে একাধিক নীতি জ্ঞান দিলেও এদিন তিনি নিজেই পাক অধিকৃত কাশ্মীরের কর্তাদের সাথে মঞ্চের সামনেই আসন গ্রহণ করলেন। সব মিলিয়ে এই কংগ্রেস নেতা এদিনের অনুষ্ঠাণের প্রধান আকর্ষণ হয়ে ওঠেন। তাঁর এই আচরণে স্বভাবতই দেশের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অনেকেই তাঁর রাজনৈতিক এবং আন্তর্জাতিক অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করতে শুরু করেছেন। জানা যাচ্ছে এই ঘটনায় তাঁর নিজের রাজ্য পাঞ্জাবেই ওখানকার মানুষজন তাঁর ছবিতে জুতো মেরে প্রতিবাদ করেন। সিধু’র এই কাজকর্মে সোস্যাল মিডিয়াতেও সকলে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন। প্রায় সকলের মনেই সওয়াল উঠছে পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে বসে কী বার্তা দিতে চেয়েছিলেন এই কংগ্রেস নেতা ! পাক সেনা প্রধানের সাথেই বা ভাব বিনিময়ের মতো কী ঘটেছে! প্রসঙ্গত উল্লেখ্য শুধু সিধু একা নন কিছু দিন আগে পাকিস্তান সফরে গিয়ে ভারতের নিন্দা করেছিলেন সাসপেন্ড হওয়া কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার। দলীয় সদস্য তথা দলের জনপ্রিয় নেতাদের এহেন আচরনে প্রাক লোকসভা নির্বাচনী পরিস্থিতিতে স্বভাবতই বিপাকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ গোটা কংগ্রেস দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!