এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, কাঁথিতে সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা, তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন শিশির অধিকারী

Breaking News, কাঁথিতে সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা, তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন শিশির অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দক্ষিণ কাঁথিতে শুভেন্দু অধিকারীর গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনা ক্রমে তিনি বেঁচে গেলেও, এ ঘটনায় আহত হন তাঁর গাড়িচালক। তাঁর গাড়ির সামনে, পেছনে চলে ভাংচুর, একাধিক স্থানে গাড়ির কাঁচ ভাঙ্গা হয়েছে। অভিযোগ করা হয়েছে, তৃণমূলের ব্লক সভাপতি রাম গোবিন্দ দাসের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। এবার এ প্রসঙ্গে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন সাংসদ শিশির অধিকারী।

আজ এক সর্বভারতীয় টিভি চ্যানেলের সামনে বক্তব্য রেখেছিলেন শিশির অধিকারী। এ সময়ে তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি জানিয়েছেন যে,সৌমেন্দু অধিকারীর কেশ স্পর্শ করার ক্ষমতাও তৃণমূলের নেই। আগামী দুদিন আরও গুরুত্বপূর্ণ সময় আসছে। দু ঘন্টার মধ্যে ঔষধ দেয়া হবে। সেইসঙ্গে করা ডোজ দেয়া হবে ব্লক সভাপতি রাম গোবিন্দ দাসকে।

আজ সাবাজপুর ভোটকেন্দ্রের সামনে সৌমেন্দু অধিকারীর গাড়িতে ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় তিনি দায়ী করেছেন তৃণমূলকে। ঘটনায় আহত হয়েছেন তার গাড়িচালক। তিনি অভিযোগ করেছেন, সাবাজপুর এলাকায় তিনটি বুথে রিগিং চালাচ্ছিল তৃণমূল। যেখানে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় ছিল। এই খবর জানতে পেরেই তিনি গিয়েছিলেন সেখানে। সেখানেই এই ভাংচুর চলে। সৌমেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তৃণমূলের ব্লক সভাপতি রাম গোবিন্দ দাসের নেতৃত্বেই তাঁর গাড়িতে ভাঙচুর করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের ব্লক সভাপতি রাম গোবিন্দ দাস সম্পর্কে শিশির অধিকারী জানালেন যে, তিনি কেন্দ্রীয় বাহিনীকে মদ, মাংস উপহার দিয়েছেন। এর পাল্টা ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি প্রক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া রয়েছে। অন্যদিকে আজ কাঁথিতে ভোট দান করেছেন শিশির অধিকারী। আজ দুপুর একটা পর্যন্ত কাঁথিতে ৫৪.৯০ শতাংশ ভোট পড়েছে।

অন্যদিকে আজ পিংলাতে জনসভায় যোগদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে তিনি জানালেন যে, গতকাল রাতে বিজেপির লোকেরা অর্থদান করছিল। তৃণমূল থেকে কয়েকজন, গদ্দার, মির্জাফর বিজেপিতে যোগদান করেছেন। যাদের দুধ, কলা দিয়ে পুষেছিলেন তিনি। এটা তাঁর দোষ যে, তিনি অধিক বিশ্বাস করে ফেলেন। তিনি অভিযোগ করেছেন টাকার জন্য বিজেপিতে যোগদান করেছেন তাঁরা। মা-বোনেরা এদের ধরে ফেলছেন টাকা বিতরণ করার সময়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!