এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “রাজ্যপালের চেষ্টা সত্ত্বেও চরম হিংসা বাংলায়” বিধানসভার বাইরে দাঁড়িয়ে বড় দাবি সুকান্তর!

“রাজ্যপালের চেষ্টা সত্ত্বেও চরম হিংসা বাংলায়” বিধানসভার বাইরে দাঁড়িয়ে বড় দাবি সুকান্তর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা হয়েছে। মারা গিয়েছেন প্রায় 45 জন মানুষ। আর এই পরিস্থিতিতে রাজ্যপাল বিভিন্ন পদক্ষেপ নিলেও, সেই হিংসা আটকানো যায়নি। যার ফলে এবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই রাজ্যপালের প্রশংসা করলেও হিংসা নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদা

প্রসঙ্গত, আজ রাজ্য বিধানসভায় যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরেই বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “নির্বাচন চলাকালীন হিংসা আটকানোর জন্য বহু চেষ্টা করেছেন রাজ্যপাল। কিন্তু শেষ পর্যন্ত এই রাজ্যে হিংসা হয়েছে। আর সেই হিংসার শিকার সরকারি আধিকারিকরাও।”

বিরোধীদের কটাক্ষ, রাজ্যে প্রচুর মানুষ এই নির্বাচনকে কেন্দ্র করে প্রাণ হারিয়েছেন। কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। কিন্তু হিংসাকে আটকাতে প্রথম থেকেই রাজভবনে পিস রুম চালু করা থেকে শুরু করে রাস্তায় নামতে দেখা গিয়েছিল রাজ্যপালকে। তবে এত কিছুর পরেও যে পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে, এবার তা নিয়েই সরকারকে চাপে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

বিশেষজ্ঞদের মতে, রাজ্যে যে হিংসা হয়েছে, তা মেনে নিচ্ছেন সকলেই। এমনকি মুখ্যমন্ত্রীও সাংবাদিক বৈঠকে দাবি করেছেন , যে সমস্ত ঘটনা ঘটেছে, তার জন্য তিনি দুঃখিত। তবে অনেক ক্ষেত্রে আবার বেশ কিছু ঘটনাকে বিক্ষিপ্ত বলেও দাবি করতে দেখা গিয়েছে বাংলার প্রশাসনিক প্রধানকে। যা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে রাজ্যপালের ভূমিকার প্রশংসা করেও হিংসা নিয়ে সরকারের অস্বস্তি তীব্রভাবে বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। বুঝিয়ে দিলেন, বর্তমান সরকারের আমলে এই রাজ্যে গণতন্ত্রকে রক্ষা করা কোনোমতেই সম্ভব নয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!