এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, শুরু হতেই অশান্তি অনুব্রত গড়ে!

বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, শুরু হতেই অশান্তি অনুব্রত গড়ে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বাংলার যে কোনো নির্বাচনে এমনিতেই সন্ত্রাসের ঘটনা ঘটে থাকে। বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসতে শুরু করে। তবে এবার বাংলার বিধানসভা নির্বাচনে যাতে শান্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন সাধারণ মানুষ, তার জন্য সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তবুও প্রথম থেকে শুরু করে সপ্তম দফা নির্বাচন পর্যন্ত বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসতে শুরু করে। তবে বিরোধীদের বরাবর অভিযোগ থাকে বীরভূম জেলা নিয়ে।

যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটের সময় ব্যাপক সন্ত্রাস করা হয় বলে দাবি তোলে বিরোধীরা। এমনকি সেই কারণে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দী পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। তবে অষ্টম তথা শেষ দফার নির্বাচনে এত কিছু করেও বীরভূমের অশান্তি আটকানো গেল না। এবার ভোট শুরু হতেই বীরভূমের নানুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, আজ বীরভূম জেলার 11 টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। আজই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হতে চলেছে। অপেক্ষা ফলাফলের। তবে অষ্টম দফার নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্য প্রথম থেকেই সচেষ্ট ছিল নির্বাচন কমিশন। কিন্তু বেলা বাড়তেই অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্র। অভিযোগ, এখানে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, বীরভূম জেলার নির্বাচনের সময় এমনিতেই খবরের শিরোনামে থাকে। তারমধ্যে নানুরের মত জায়গায় বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর নানা প্রশ্ন তুলে দিল। এখন এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা যে ভয়াবহ আকার ধারণ করবে, তা বলাই যায়। ইতিমধ্যেই বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছে গেরুয়া শিবিরের একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!