এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পার্শ্বশিক্ষকদের সমর্থন জানিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ মমতার প্রাক্তন মন্ত্রীর, চাপ বাড়ছে মমতার !

পার্শ্বশিক্ষকদের সমর্থন জানিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ মমতার প্রাক্তন মন্ত্রীর, চাপ বাড়ছে মমতার !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ সময় ধরে আন্দোলন চলছে পার্শ্বশিক্ষকদের। আজ পার্শ্ব শিক্ষকদের সমর্থন জানিয়ে তাঁদের পাশে দাঁড়াতে দেখা গেল রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। পার্শ্ব শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন তিনি। রাজ্য সরকারকে অভিযুক্ত করে তিনি জানালেন যে, তৃণমূল সরকার সমস্ত দিক থেকে ব্যর্থ হয়েছে। তিনি জানান, নির্বাচন এসে গেছে বলেই দুয়ারে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের মতো কর্মসূচি সরকারকে গ্রহণ করতে হচ্ছে। কারণ পায়ের তলা থেকে মাটি সরে পড়েছে। এ কথা বুঝতে পেরেছেন সকলেই।

রাজ্যের অন্তর্বর্তী বাজেটকে তীব্র কটাক্ষ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, বাজেটের আকারে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল সরকার। সম্প্রতি রাজ্যসভার সাংসদ পদ ও তৃণমূলের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। এ সম্পর্কে রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, যাদের আত্মসম্মানবোধ আছে, তৃণমূলে তাঁদের দম বন্ধ হবেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, বিধানসভা নির্বাচন কাছে আসতেই এক পক্ষের নেতাদের অপর পক্ষের নেতাদের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ও কাদা ছোড়াছুড়ির পর্ব শুরু হয়েছে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল নেতাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি আক্রমণের ভাষা নিয়ে কটাক্ষ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন যে, যে ধরনের ভাষা তৃণমূলের নেতারা ব্যবহার করছেন, সেটা কি কখনো বাংলার সংস্কৃতি হতে পারে? রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, জোড়াবাগানের ঘটনার পর কি কোন ভাবে বলা যায় যে, রাজ্যের মেয়েরা সুরক্ষিত আছেন?

ইতিপূর্বে একাধিকবার রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, কেন্দ্র-রাজ্যতে এক দলের সরকার হলে, তবেই রাজ্যের উন্নয়ন সম্ভব হবে। আজ এ প্রসঙ্গে তিনি জানালেন যে, কেন্দ্রের সাহায্য ছাড়া কোন রাজ্য উন্নয়ন করতে পারেনা। রাজ্যের মানুষের উন্নয়নের জন্যই ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজনের কথা জানালেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, রাজ্যে কিষান সম্মান নিধি প্রকল্প চালু না হবার কারণে বঞ্চিত হয়েছেন রাজ্যের কৃষকেরা। তিনি জানালেন যে, কিষান সম্মান নিধি প্রকল্পের সঙ্গেই কৃষক বন্ধু প্রকল্প চালু হওয়া প্রয়োজন। তেমনি, আয়ুষ্মান ভারতের সঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু রাখার কথা জানালেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!