এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফোনেই হুমকির মুখে তৃণমূল হেভিওয়েট, চলল মুখ্যমন্ত্রীকেও অশ্রাব্য ভাষায় আক্রমণ

ফোনেই হুমকির মুখে তৃণমূল হেভিওয়েট, চলল মুখ্যমন্ত্রীকেও অশ্রাব্য ভাষায় আক্রমণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই বিএসএফের ক্ষমতা বাড়ানো নিয়ে ব্যাপক চর্চা চলছে রাজ্যে। ইতিমধ্যেই দিনহাটার বিধায়ক উদয়ন গুহ সহ অনেকেই বিএসএফের বিরুদ্ধে মন্তব্য করেছেন। তবে এবার বিএসএফের বিরুদ্ধে মন্তব্য করে হুমকির মুখে পড়তে হচ্ছে রাজ্যের তৃণমূল বিধায়ককে। এরকম একটি ঘটনা সামনে এসেছে এবার। সূত্রের খবর, দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বিএসএফের বিরুদ্ধে বিধানসভায় মন্তব্য করায় তাঁকে হুমকি ফোন করা হয় এবং সেই ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে পর্যন্ত উদ্দেশ্য করে ব্যাপকভাবে গালিগালাজ করা হয়েছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার।

রাজ্য বিধানসভায় মঙ্গলবার পাস হয়েছে বিএসএফের কাজের পরিধি বৃদ্ধির বিরোধী প্রস্তাব। আর সেই প্রস্তাব নিয়ে আলোচনার সময় উদয়ন গুহ বিএসএফের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেন। তিনি জানান, সীমান্ত অঞ্চলে বিএসএফের অত্যাচার সম্পর্কে বিভিন্ন তথ্য। যদিও তাঁর কথার মধ্যে গেরুয়া শিবিরকে প্রবল কটাক্ষ করা হয়। আর তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়েই ব্যাপক বিতর্ক সামনে আসে। এমনকি তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করে বিজেপি। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেট নাম্বার থেকে ফোন যায় তৃণমূল বিধায়কের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ ব্যাপারে বিধায়ক উদয়ন গুহ নিজেই জানিয়েছেন, প্রথমে তাঁকে জিজ্ঞাসা করা হয়, বিধানসভায় বিএসএফ নিয়ে কারা মন্তব্য করেছেন। কিন্তু যখন বিধায়ক উদয়ন গুহ জানতে চান, ফোনের ওপ্রান্তে কে রয়েছেন? তখনই হিন্দিতে তাঁকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। তৃণমূল বিধায়ক প্রতিবাদ করলেও কোনো সুরাহা করতে পারেননি বলে জানান। বদলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনা প্রসঙ্গে দিনহাটার বিধায়ক জানিয়েছেন, এই ঘটনার পেছনে কোনো উচ্চপদস্থ কেউ থাকতে পারেন।

আবার হিন্দিভাষী কোন বিধায়ক অথবা সাংসদও হতে পারেন। খুব স্বাভাবিকভাবেই তাঁর ইঙ্গিত যে বিজেপির দিকে, তা বুঝতে কোনো সমস্যা নেই। এ প্রসঙ্গে দিনহাটার বিধায়ক জানান, তিনি শুক্রবার সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। অন্যদিকে এই ঘটনার জেরে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে চাপানউতোর বৃদ্ধি পাবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। আপাতত লক্ষ্য থাকবে, তদন্তকারীরা এই ঘটনার পেছনে আসল অপরাধীকে চিহ্নিত করতে পারেন কিনা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!