এখন পড়ছেন
হোম > রাজ্য > যুবকের সুইসাইড নোটে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর নাম – চাঞ্চল্য এলাকায়

যুবকের সুইসাইড নোটে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর নাম – চাঞ্চল্য এলাকায়


 

তিনি মুর্শিদাবাদের শাহেনশা হিসেবে পরিচিত। বিয়ে বাড়ি থেকে জন্মদিন, প্রায় সমস্ত আচার-অনুষ্ঠানে তার কাছে গিয়ে আবেদন করলে তিনি নাকি কাউকে ফিরিয়ে দেন না। আর এহেন বিপদাপদে মানুষের পাশে দাঁড়ানো বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর জন্যই এবার সুইসাইড করলেন এক যুবক। কিন্তু কেন! তাহলে কি এই যুবকের মৃত্যুর পেছনে অধীরবাবু দায়ী!

সূত্রের খবর, কোনো খারাপ কাজের জন্য নয়। বহরমপুরের বাসিন্দা সুরজিৎ বিশ্বাস গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করে নেন। রবিবার সকালে তাঁর পরিবার-পরিজনরা এই ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। আর আশ্চর্যজনকভাবে সেখানে একটি সুইসাইড নোট লিখে রাখেন সেই আত্মঘাতী সুরজিৎ বিশ্বাস। যেখানে দেখা যায়, অধীর রঞ্জন চৌধুরীর নাম। চিরকুটে লেখা ছিল, “আমার আশা পূরণ হল না। অধীর চৌধুরীর ডবল হ্যাটট্রিক দেখতে পেলাম না। বিদায় বন্ধু।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, মৃত বছর 32 এর সুরজিৎ বিশ্বাসের ধ্যান-জ্ঞান ছিল কংগ্রেসের অধীর চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরীর বক্তৃতা রিঙ্গটোনে বাজাতেন তিনি। এমনকি ছোট ভাইকে অধীরবাবু ছবি দেখিয়ে বলতেন, “এই লোকটাকে আদর্শ করবি। মানুষ হলে এর মত হবি।”

এদিন তাঁর প্রিয় ভক্তের মৃত্যুর খবর পেয়ে সেখানে ছুটে আসেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মৃত সুরজিৎ বিশ্বাসের মা-বাবাকে সান্ত্বনা দিয়ে বলেন, “সন্তান হারানোর শোক আমি বুঝি। তবে আমি সবসময় আপনাদের পাশে রয়েছি। আমি ভাবতেও পারি না। মানুষ আমাকে এত ভালবাসেন। আমার আফসোস আমি যদি কোনোভাবে ওই যুবককে বাঁচাতে পারতাম। তাহলে নিজেকে সার্থক বলে মনে করতাম।”

বিশ্লেষকরা বলছেন, অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে যে রাজনৈতিক দল যে কথাই বলুক না কেন, যেভাবে তাঁর প্রতি সাধারণ মানুষের দয়ালু ভাবমূর্তি ফুটে উঠছে এবং তার নাম যেভাবে চিরকুটে লোকের মৃত্যু বরণ করে নিলেন এক যুবক, তাতে মুর্শিদাবাদের শাহেনশা হিসেবে এখনও যে সেই অধীরবাবুই রয়ে গেছেন, সেই ব্যাপারে নিশ্চিত গোটা রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!