তৃণমূলের গোষ্ঠী সংর্ষের জেরে আক্রান্ত দুই তৃণমূল কর্মী রাজ্য January 23, 2018 দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সংঘর্ষের রূপ নিল ।অভিযোগের তীর তৃণমূল যুব সংগঠনের উপর।অভিযোগ বাসন্তী থানার নির্দেশখালির বাসিন্দা তথা তৃণমূল কর্মী সাদ্দাম হোসেন পিয়াদা ও সালাম হোসেন পিয়াদাকে আক্রমণ করে তৃণমূল যুব সংগঠনের কিছু কর্মী।ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্তদের দাবি,তৃণমূল যুব কংগ্রেসের নেতা ইলিয়াস লস্কর এবং তার অনুগামীদের পক্ষ থেকে গত কিছুদিন ধরে তৃণমূল যুব সংগঠনে তাদের যোগদান দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল।কিন্তু তারা যোগদান না করায় যুব কর্মীদের হামলার শিকার হতে হয়েছে তাদের।বর্তমানে সাদ্দাম হোসেন গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি।উল্টোদিকে ইলিয়াস লস্কর এবং তার অনুগামীদের দাবি সালাম হোসেনের ভয়ে তারা বাড়ি থেকে পর্যন্ত বেড়াতে পারছেন না।গোটা ঘটনার তদন্তের জন্য পুলিশ বিষয়টিকে খতিয়ে দেখছে। আপনার মতামত জানান -