এখন পড়ছেন
হোম > জাতীয় > অতিমারির বাজারে ব্যাপক কর্মী সংকোচনের সিদ্ধান্ত ভারতীয় রেলের, বিপাকে বহু মানুষ

অতিমারির বাজারে ব্যাপক কর্মী সংকোচনের সিদ্ধান্ত ভারতীয় রেলের, বিপাকে বহু মানুষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে রেল পরিষেবা যথেষ্টভাবে ব্যাহত হয়ে পড়েছে। গত বছর দীর্ঘ সময় রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল, শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চলাচল করেছে, পরবর্তীকালে স্পেশাল ট্রেন চলেছে। এ বছরও করোনা সংক্রমনের কারণে রেল পরিষেবা যথেষ্ট বিপর্যস্ত। বেশকিছু রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা, মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে, সেই সঙ্গে বন্ধ রয়েছে দূরপাল্লার বহু ট্রেন। ফলে রেলের আয় যথেষ্ট পরিমানে হ্রাস পেয়েছে। আর এই পরিস্থিতিতে এবার ব্যাপক হারে কর্মী সংকোচনের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১২ হাজারের বেশি পদ প্রত্যাহার করতে চলেছে ভারতীয় রেল। ভারতীয় রেলের ১৬ টি জনের একাধিক পদ প্রত্যাহার করা হবে। কোন জোনে কোন পদ প্রত্যাহার করা হবে? তা রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, কলকাতায় থাকা পূর্ব রেলের ১৩০০ টি পদ ও দক্ষিণ-পূর্ব রেলের ৯০০ টি পদ তুলে নেওয়া হবে বলে, জানা যাচ্ছে।

রেলের এই সিদ্ধান্তর ফলে বিপাকে পড়তে চলেছেন বহু মানুষ। করোনা সংক্রমনে বহু মানুষ যখন জীবিকা হারা, সেই সময়ে রেলের এই কর্মী ক্রমসংকোচন বহু মানুষকে বিপদের মুখে ঠেলে দেবে বলে, আশঙ্কা করা হচ্ছে। রেলের একাধিক কর্মী সংগঠন রেলের এই নির্দেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তবে, এ প্রসঙ্গে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরাসরি পদ প্রত্যাহার করা হচ্ছে না, অতিরিক্ত পদ প্রত্যাহার করে নেয়া হচ্ছে। অতিমারীর বাজারে রেলের এই সিদ্ধান্ত বিপদ বাড়িয়ে দিচ্ছে বহু কর্মীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!