এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > দীর্ঘ ৯ বছর পর বাড়ি ফিরলেন, দলের এই হেভিওয়েট, আনন্দের উচ্ছাস বাম শিবিরে

দীর্ঘ ৯ বছর পর বাড়ি ফিরলেন, দলের এই হেভিওয়েট, আনন্দের উচ্ছাস বাম শিবিরে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এক সময় গরবেতার বেতাজ বাদশা ছিলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন তিনি। তবে, গত ২০১১ সালে রাজনৈতিক পালাবদলের পর তাঁর প্রভাব অনেকটাই ফিকে হয়ে আসে। এরমধ্যে বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত হন তিনি। দীর্ঘ সময় ধরে তিনি জেল খেটেছিলেন। রাজনীতি থেকে নিজেকে দূরে রেখে ছিলেন তিনি। দীর্ঘদিন গড়বেতার বাইরে ছিলেন তিনি। আজ আদালতের অনুমতি নিয়েই গরবেতা ফিরলেন তিনি।

একসময়ের দলের এই হেভিওয়েটের গরবেতা ফেরাকে কেন্দ্র করে বাম শিবিরে ছিল ব্যাপক উচ্ছাস। বহু কর্মী-সমর্থক মিছিল করে তাঁর সঙ্গে এলেন। তাঁকে ফুল, মালা দিয়ে স্বাগত জানালেন দলের নেতাকর্মীরা। বস্তুত, কঙ্কাল কান্ডে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় দীর্ঘসময় জেলে ছিলেন তিনি। এর পর জামিনে ছাড়া পেয়েছেন তিনি। কিন্তু তাকে নিজের জেলায় ঢোকার অনুমতি দেয়নি আদালত।

শেষ পর্যন্ত তিনি আদালতের অনুমতি নিয়েই ৯ বছর পর নিজের গড়ে ফিরলেন। আজ শালবনী থেকে প্রথমে বাইক মিছিল, তারপর কিছুটা রাস্তা হেঁটে চন্দ্রকোনা রোডে গিয়ে জনসভা করতে চলেছেন সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। গড়বেতায় প্রবেশকালে সুশান্ত ঘোষের সঙ্গী ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী।

আপনার মতামত জানান -

নির্বাচনের প্রাক্কালে এই দাপুটে সিপিএম নেতারা ঘরে ফেরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশ্লেষকের দাবি। প্রসঙ্গত, বিজেপির উত্থানে জঙ্গলমহলে গত লোকসভা নির্বাচনের পর থেকে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে শাসকদল তৃণমূল। তার ওপরে সিপিএমের একসময়কার দাপুটে নেতা যদি সক্রিয় ভূমিকা গ্রহণ করতে শুরু করেন, তবে শাসকদল তৃণমূল আরো চাপে পড়তে পারে বলে সংশয় আছে তৃণমূল দলের একাংশের।

এদিকে প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ বাড়ি ফিরছেন জেনে তার অনুগামীরা কিছুদিন ধরেই অত্যন্ত আনন্দিত ছিলেন। স্থানে স্থানে পোস্টর পড়তে শুরু হয়েছিল। অনেকে লিখেছিলেন যে, তাঁদের দাবি মেনে নিয়ে তাঁকে দলের সামনের সারিতে আনা হোক। আবার কেও কেউ লিখেছিলেন যে, টাইগার ইজ ব্যাক।

আবার কিছুদিন আগে সুশান্ত ঘোষ জানিয়েছিলেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ এর ফলে এটা প্রমাণিত হয়েছে যে তৃণমূল সরকার বদল নয় বদলা নিতেই ক্ষমতায় এসেছিল। যেভাবে তৃণমূল একসময় বিরোধীদের শূন্য করে দিয়েছিল, আজ তাদের এই দশা হচ্ছে । গণতন্ত্রের বিরোধীদের ভূমিকা একসময় এই সরকার অস্বীকার করেছিল। তাঁর এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে নিজের গড়ে ফিরেই নতুন করে ঝাঁপিয়ে পড়বেন তিনি রাজনীতির ময়দানে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!