এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বাংলাদেশ থেকে কি আবার হিন্দুদের বিতাড়িত করা হবে? প্রাক্তন সেনা মেজরের ভিডিও ঘিরে তুলকালাম!

বাংলাদেশ থেকে কি আবার হিন্দুদের বিতাড়িত করা হবে? প্রাক্তন সেনা মেজরের ভিডিও ঘিরে তুলকালাম!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন মেজর দিলবর হুসেইনের একটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে। এই ভিডিওতে তিনি হিন্দু বিরোধী বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থী সংগঠনগুলির মতো বাংলাদেশে বসবাসকারি হিন্দুদের এই ভিডিওতে তিনি সরাসরি হুমকি দিয়েছেন।

বাংলাদেশের প্রাক্তন মেজর দিলবর হুসেইন তাঁর ৩৩ মিনিটের এই ভিডিওতে হিন্দুদের প্রতি সাম্প্রদায়িকতার বিষ নিক্ষিপ্ত করেছেন। এই ভিডিওতে তিনি বলেছেন, ” আমি সবাইকে আবেদন করছি যে, বাংলাদশে থাকা ভারতীয়, ভারতপ্রেমী বাংলাদেশিদের তালিকা তৈরি করুন। আমি খুব শীঘ্রই একটি ওয়েবসাইট লঞ্চ করব, যেখানে আপনি ওদের নাম দিতে পারবেন। আমি পুলিশ আর বাংলাদেশের সেনাকে এই নামের তালিকা গুলো পাঠাবো। খুব শীঘ্রই হিন্দুদের ভারতে পাঠিয়ে দেওয়ার সময় আসবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর সঙ্গে সঙ্গেই তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষদের রোজগার ও আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির জন্য বাংলাদেশ থেকে ১৫, ২০ লক্ষ হিন্দুদের দূর করে দেবার ডাক দিয়েছেন। আল্লাহর নামে শপথ নিয়ে তিনি বলেছেন যে, বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দিতে পারলেই বাংলাদেশের ১৫ থেকে ২০ লক্ষ চাকরির পদ শূন্য হয়ে যাবে।

এই ভিডিওতে তিনি ভারতীয় নাগরিক যারা বাংলাদেশ দেশে বসবাস করছেন, তাদের সে দেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। বাংলাদেশের যে সমস্ত শিল্পপতি ভারতীয়দের সম্মান করে এবং হিন্দুদের তাদের সংস্থায় নিয়োগ করে তাঁদেরকেও তিনি হুমকি দিয়েছেন। প্রাক্তন মেজরের এই ভিডিও ফেসবুকে প্রকাশের সঙ্গে সঙ্গেই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। দুই হাজারের বেশি মানুষ এই ভিডিওটি শেয়ার করেছেন

প্রসঙ্গত প্রাক্তন মেজর দিলবর হুসেইন বিদেশে বসবাস করেন। সেই সঙ্গে তিনি বিরোধী বিএনপি-জেইএল (জামাত-এ-ইসলামি) সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁর সম্পর্কে খুব বেশি তথ্য না পাওয়া গেলেও এটা পরিষ্কার যে, তিনি বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করার জন্য হিন্দু বিরোধী কট্টর মনোভাব তথা বিচ্ছিন্নতাবাদকে উসকে দিতে চাইছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!