সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ রাজ্য January 8, 2018 শক্তি বাড়াচ্ছে বিজেপি। এদিন বিজেপির তরফ থেকে একটি পথসভার আয়োজন করা হয় বারুইপুর থানার মাদারাট এলাকায় সেখানে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি -তে প্রায় ১৪০ জন কর্মী যোগ দেন ।এই যোগদান নিয়ে বিজেপি নেতা বলেন প্রকৃত তৃণমূলকর্মীরা দল ছেড়ে বেরিয়ে আসছেন। তাঁরা প্রধানমন্ত্রীর উন্নয়ন জোয়ারে সামিল হতে চাইছেন। আর, CPI(M) কর্মীরা নিজেদের দলে থাকতে চাইছেন না। তাঁদেরও আমাদের দলে স্বাগত জানানো হয়েছে।সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগেই বিজেপির এই শক্তি বৃদ্ধি অত্যান্ত গুরুত্ত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল। আপনার মতামত জানান -