এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেস নেতার বাড়িতে বিজেপি নেতারা, বাড়ছে জল্পনা

কংগ্রেস নেতার বাড়িতে বিজেপি নেতারা, বাড়ছে জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ দখলে তৎপর হয়ে উঠেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফর করে গেছেন গতমাসে। রাজ্যে এসে তিনি রাজ্য বিজেপি নেতাদের ২০০ টি বিধানসভা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। আবার, তাঁর বঙ্গ সফরের কথা শোনা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশের পর থেকেই আগামী বিধানসভা নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি।

আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে দলের জনসংযোগ বাড়াতে জোর প্রচার চালাচ্ছে বিজেপি। সম্প্রতি রাজ্য সরকার দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করেছে। যার পাল্টা হিসেবে বিজেপি গ্রহণ করেছে বাড়ি বাড়ি সংযোগ কর্মসূচি। এমনকি বিয়ে বাড়ির মতো অনুষ্ঠানেও জনসংযোগ ও দলের প্রচার চালাচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে গতকাল সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে কংগ্রেসের জনৈক হেভিওয়েট নেতার বাড়িতে যেতে দেখা গেল জেলার বিজেপি নেতাকে।

আপনার মতামত জানান -

গতকাল কংগ্রেস নেতার বাড়িতে বিজেপি নেতার আগমন যথেষ্ট শোরগোল ফেলে দিল রাজনৈতিক মহলে। গতকাল রাজ্য কংগ্রেসের সম্পাদক তথা দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি বর্ষিয়ান কংগ্রেস নেতা গোপাল দেবের বালুরঘাটের কাঁঠাল পাড়ার বাড়িতে গেলেন বিজেপির টাউন মণ্ডলের সভাপতি সুমন বর্মন। গতকাল কংগ্রেস নেতা গোপাল দেবের কাছে আর নয় অন্যায় কর্মসূচির লিফলেট দিয়েছেন তিনি। গোপাল দেবকে বিজেপির এই কর্মসূচিকে সমর্থনের আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা সুমন বর্মন। যাকে নিয়ে ছড়ালো ব্যাপক জল্পনা।

গতকাল, এ প্রসঙ্গে বিজেপি নেতা সুমন বর্মন জানালেন যে, বিজেপি সহ বিভিন্ন বিরোধী দলগুলোর উপর তৃণমূল প্রচন্ড অত্যাচার চালাচ্ছে। বিরোধী দলের কর্মীদের খুন করছে। তার প্রতিবাদে বিজেপি আর নয় অন্যায় কর্মসূচির উদ্যোগ নিয়েছে। আর এই কর্মসূচিকে সমর্থনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন জেলার বর্ষিয়ান কংগ্রেস নেতা গোপাল দেবকে। তবে, এ প্রসঙ্গে কংগ্রেস নেতা গোপাল দেব জানালেন যে, তাঁর বাড়িতে বিজেপি নেতার আগমন শুধুমাত্র সৌজন্য সাক্ষাতকার। এর সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। তবে, হেভিওয়েট কংগ্রেস নেতার বাড়িতে বিজেপি নেতার আগমন যথেষ্ট জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!