এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একেই বলে মাটির মানুষ, মোদীর আহ্বানে বড় পদক্ষেপ শুভেন্দুর!

একেই বলে মাটির মানুষ, মোদীর আহ্বানে বড় পদক্ষেপ শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দেশের সনাতনী সংস্কৃতির যারা ধারক এবং বাহক, তাদের 500 বছর ধরে মনে জমে থাকা স্বপ্ন আগামী 22 জানুয়ারি পূর্ণ হতে চলেছে। উদ্বোধন হতে চলেছে অযোধ্যায় রাম মন্দিরের। আর তার আগে দেশের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সমস্ত মন্দির স্বচ্ছতা অভিযানে নামার জন্য। যার অঙ্গ হিসেবে আজ একজন সনাতনী হিন্দুর মতই নিজের বিধানসভায় এলাকায় একটি মন্দিরে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করার কাজে অংশ নেন তিনি। আর শুভেন্দুবাবু যখন এই কাজ করছিলেন, তখন সত্যিই মনে হচ্ছিল যে, প্রকৃত সনাতনী বোধহয় একেই বলে! লোক দেখানো মন্ত্র উচ্চারণ করে, ভুলভাল মন্ত্র বলে মানুষের মন জয় করা যায় না। প্রকৃত হিন্দু যারা, তারা অপরধর্মকে যেমন সম্মান করে, তেমন নিজের ধর্মকে রক্ষা করতে জানপ্রাণ লাগিয়ে দেয়। তাই রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে  শুভেন্দু অধিকারী রেয়াপাড়ার মন্দিরে যেভাবে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন, তা দেখে সাবাশি দিচ্ছেন সনাতনীরা।

প্রসঙ্গত, এদিন রেয়াপাড়ার শিব মন্দিরে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে মন্দির প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযানে অংশ নেন তিনি। পাশাপাশি নিজেকে একজন হিন্দু সনাতনী হিসেবে তুলে ধরে গর্ববোধ করতেও দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে। অনেকে বলছেন, নিজের ধর্মের প্রতি এরকম শ্রদ্ধাশীল হতে খুব কম রাজনৈতিক নেতাকেই দেখা গিয়েছে। এখন তো সবই ভোট রাজনীতির খেলা। সেই কারণে এই রাজ্যের শাসক দল এবং তাদের নেতারা বিভিন্ন ধর্মের সিমপ্যাথি পেতে বিভিন্ন সময় বিভিন্ন ভাতা দিয়ে তাদের মন পাওয়ার চেষ্টা করেন। কিন্তু শুভেন্দু অধিকারী তেমন নেতা নন। নিজের ধর্মকে রক্ষা করাই তার কাছে প্রধান কর্তব্য। তাই রাম মন্দির উদ্বোধনের আগে একদম সনাতনী হিসেবে মন্দিরের স্বচ্ছতার কাজে অংশ নিয়ে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তাই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

ইতিমধ্যেই গোটা বিষয়ে দাবি বড় করতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, হিন্দু ধর্ম ত্যাগ শিখিয়েছে। এই ধর্মের একটাই বার্তা, নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকো এবং অপর ধর্মের প্রতি সহনশীল থাকো। শুভেন্দু অধিকারী সেটাই করেছেন। আর দেশের প্রধানমন্ত্রী সব ধর্মকে সম্মান করেন। কিন্তু যারা হিন্দু ধর্মের মানুষ, তারা অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে উজ্জীবিত হয়ে রয়েছেন। তাই দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নেতারা আজ মন্দির প্রাঙ্গন পরিষ্কার কাজে অংশ নিয়েছেন। আগামী দিনে এই দেশ আরও এগিয়ে যাবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, যে যাই রাজনীতি করুন না কেন, দিনের শেষে নিজের ধর্মের প্রতি সকলের শ্রদ্ধাশীল থাকা উচিত। ভোটের রাজনীতির জন্য ধর্মকে লাটে তোলা ঠিক নয়। এই রাজ্যের শাসকদলের নেতারা যেমনটা করার চেষ্টা করেন, শুভেন্দু অধিকারী ঠিক তেমন নেতা নন। তার কাছে সব ধর্মই সমান। কিন্তু নিজের ধর্মের প্রতি তিনি সবার আগে শ্রদ্ধাশীল। আজ আবারও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নিজের বিধানসভা কেন্দ্রের একটি মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নিয়ে তার প্রমানই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। যা দেখে অন্তত এই রাজ্যের শাসক দলের নেতা, যারা ভোটের জন্য একটি সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করেন, তাদের অন্তত শিক্ষা নেওয়া উচিত। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!