এখন পড়ছেন
হোম > জাতীয় > ভুল কথা বলে দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা

ভুল কথা বলে দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষিত না হলেও, রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে তীব্র নির্বাচনী লড়াই ইতিমধ্যেই জমে উঠেছে। দুই দলই দলভাঙার খেলায় মত্ত হয়ে উঠেছে। তবে দল ভাঙানোর খেলায় তৃণমূলের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে বিজেপি। ক্রমাগত, গোষ্ঠীকোন্দল ও দলের ভাঙ্গন ব্যতিব্যস্ত করে রেখেছে শাসকদল তৃণমূলকে।

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বহু কেন্দ্রীয় বিজেপি নেতাদের পর্যবেক্ষক ও সহ পর্যবেক্ষক করে রাজ্যে পাঠানো হচ্ছে। রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক বিজেপি নেতা অরবিন্দ মেনন গতকাল রাজ্যে এসেছিলেন। কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেলন গতকাল জানিয়েছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির রাজ্য দখল করবে। তবে, এ নিয়ে কথা বলতে গিয়ে ভুল করে এক বেফাঁস মন্তব্য করে ফেলেছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভুলবশত, তিনি বলে ফেলেছেন ২০২১ সালে বিজেপি সাফ হয়ে যাবে। তিনি জানিয়েছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল অর্ধেক হয়ে গেছে, আর ২০২১ সালে বিজেপি সাফ হয়ে যাবে। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে তাঁকে তৃণমূলের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন যে, তিনি ঠিকই বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে আবার ক্ষমতায় আসবে তৃণমূল।

অন্যদিকে, দিল্লিতে কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ চলছে প্রবলভাবে। কৃষি আইন বাতিলের দাবিতে নাছোড়বান্দা কৃষকেরা। এ বিষয়ে বিক্ষুব্ধ কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই পরিস্থিতিতে নয়া কৃষি আইনের সঙ্গে নীলচাষের কোন পার্থক্য নেই বলে বিস্ফোরক মন্তব্য করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে, ভুল কথা বলে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!