এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আর কুকথা নয়, প্রার্থী হয়েই সচেতন ববি! জনতার সমর্থন প্রার্থনা!

আর কুকথা নয়, প্রার্থী হয়েই সচেতন ববি! জনতার সমর্থন প্রার্থনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বহু জল্পনা থাকলেও শেষ পর্যন্ত কলকাতা পৌরসভার নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা হয়েছে ফিরহাদ হাকিমের। ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। এবারেও কি তৃণমূল পৌরবোর্ড দখল করলে তিনিই হবেন মেয়র, তা নিয়ে যথেষ্ট জল্পনা রয়েছে। কিন্তু জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী ফিরহাদ হাকিম। তবে এবার তিনি অনেকটাই সচেতন। বিরোধী রাজনৈতিক দলকে কোনো রকম কুকথা বলার রাস্তায় হাঁটতে চান না রাজ্যের পরিবহনমন্ত্রী।

সূত্রের খবর, আজ নিজের মনোনয়নপত্র জমা দেন ফিরহাদ হাকিম। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কারও প্রসঙ্গে কুকথা বলবেন না বলে জানিয়ে দেন এই তৃণমূল প্রার্থী। এদিন এই প্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী বলেন, “মানুষের লাইসেন্স যেমন রিনিউ হয়, তেমনই মানুষের সমর্থন রিনিউ হবে। আমার কারও বিরুদ্ধে লড়াই নয়, কেউ আমার বিরোধী নয়। কারও প্রসঙ্গে কুকথা বলব না।” একাংশ বলছেন, তৃণমূল শীর্ষ নেতৃত্ব ঘরোয়া বৈঠকে হয়ত সকলকে সমঝে দিয়েছে। পৌরভোট জোর করে করা যাবে না, এইরকম নির্দেশ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় স্তরে পৌঁছে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।

 

আর এবার ফিরহাদ হাকিমের এই ধরনের মন্তব্য থেকে স্পষ্ট যে, বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্য কোনো রকম মন্তব্য করা থেকে হয়ত বা রাশ টানা হয়েছে। আর সেই কারণেই খুব সচেতন হয়ে কেউ তার বিরোধী নয় বলে মানুষের সমর্থন প্রার্থনা করতে দেখা গেল রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!