এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘যাঁরা স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছেন তারা ভোট না দিলে আমাদের ছেলেরা দেখে নেবে, প্রকাশ্য মঞ্চে হুমকি হেভিওয়েট নেতার

‘যাঁরা স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছেন তারা ভোট না দিলে আমাদের ছেলেরা দেখে নেবে, প্রকাশ্য মঞ্চে হুমকি হেভিওয়েট নেতার

আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এগিয়ে আসছে ২০২১ এর বিধানসভা নির্বাচন, বাড়ছে শাসক দল ও বিরোধীদলের তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দিতা। এই পরিস্থিতিতে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির মঞ্চ থেকে বিস্ফোরক বক্তব্য শাসকদল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। গতকাল সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় ২ ব্লকের চিলাতলা গ্রামে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির আয়োজনে অংশগ্রহণ করেছিলেন ভোগালি-২ গ্রাম পঞ্চায়েত প্রধান মোদাসের হোসেন। সেখানে পঞ্চায়েত প্রধান মোদাসের হোসেনের স্পষ্ট হুমকি, যারা স্বাস্থ্যসাথীর কার্ড নেবেন, তাদের সকলকে শাসকদল তৃণমূলের ছত্রছায়ায় থাকতে হবে। ভোট দিতে হবে তৃণমূল দলকে। অন্যদলের ছত্রছায়ায় গেলে বাজেয়াপ্ত করে নেওয়া হবে তাদের কার্ড। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের প্রধানের এই হুমকিতে তীব্র অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল।

গতকাল সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় ২ ব্লকের চিলতলা গ্রামে দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করেছিল স্থানীয় ব্লক প্রশাসন। যে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন ভোগালি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাসের হোসেন। তাঁর সঙ্গে ছিলেন ভাঙড় ২ ব্লকের বিডিও কার্তিকচন্দ্র রায়,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরাবুল ইসলাম প্রমুখরা। এই অনুষ্ঠান স্থল থেকেই পঞ্চায়েত প্রধান মোদাসের হোসেন জানালেন, ” প্রত্যেকের মাথায় রেখে দিতে হবে, আমার হাতে থাকবে স্বাস্থ্য সাথীর কার্ড, আমার হাতে থাকবে পঞ্চায়েতের জব কার্ড, আর ঝাণ্ডাটা অন্য লোকের থাকবে। এটা কিন্তু তৃণমূলের ছেলেরা কোনও দিন বরদাস্ত করবে না। কার্ডে যখন ৫ লক্ষ টাকা থাকবে তখন ভেবো না অন্য লোকের ছাতার তলায় চলে যাব। তাহলে কার্ডের টাকাটাও কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের আছে। ”

আপনার মতামত জানান -

পঞ্চায়েত প্রধানের এই হুমকিমূলক বক্তব্যে তীব্র অস্বস্তিতে পড়ে যায় শাসকদল তৃণমূল। প্রধানের বিতর্কিত মন্তব্যের পর দলের মুখরক্ষায় এগিয়ে আসেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরাবুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি জানান, রাজ্য সরকার সকলের জন্যই স্বাস্থ্য সাথীর কার্ড দিচ্ছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু পঞ্চায়েত প্রধান মোদাসের হোসেন নিজের অবস্থানে অনড়। এ প্রসঙ্গে তিনি জানান যে, মুখ্যমন্ত্রী (দিদির) দেওয়া এই কার্ড দেখালে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায় চিকিৎসার জন্য। ভোট দেওয়ার সময় যেন এ কথা মাথায় রাখা হয়। তৃণমূল থেকে কার্ড নেবে, আর ভোটের সময় অন্য দলের ছায়ায় চলে যাবে, সেটা করতে দেওয়া যাবে না।

গতকাল পঞ্চায়েত প্রধান মোদাসের হোসেনের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বাম, বিজেপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক শিবির। এ প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম সভাপতি শমীক লাহিড়ী জানালেন যে, স্বাস্থ্যসাথীর ব্যাপারটি পুরোটাই ভাঁওতা। উপরে ভাঁওতা করছেন মুখ্যমন্ত্রী। আর নিচে ভাঁওতাবাজি করছেন দলের এই সমস্ত প্রধানেরা। জনগণ সঠিক সময় সঠিক উত্তর দেবেন। এভাবে গতকাল স্বাস্থ্যসাথী বিষয়ে বিতর্কিত মন্তব্য করে, শাসকদলকে তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছেন শাসকদলেরই প্রধান মোদাসের হোসেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!