এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আমাদের পৃথিবী সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জেনে নিন এক নজরে

আমাদের পৃথিবী সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জেনে নিন এক নজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পৃথিবী মানেই অজানা রহস্যে মোড়া একটা গ্রহ। সেই সব অজানা তথ্য সবসময় ভূগোলের বইয়ের পাতায় স্থান পায় না। আসুন জেনে নিই পৃথিবী সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য যা আপনাকে বিস্মিত করবে।

অস্ট্রেলিয়া হল একমাত্র মহাদেশে কোনও জীবিত আগ্নেয়গিরি নেই।

অ্যান্ডোরার মানুষদের গড় আয়ু ৮৫ বছর। বিশ্বের যে দেশের মানুষের চেয়ে বেশিদিন বাঁচে আন্ডোরার মানুষ।

 

আফগানিস্তানের জাতীয় খেলার হল বুজকাশি। বাংলায় যার মানে ছাগল ধরা।

বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যাক মানুষ প্যারিস ঘুরতে যায়। প্রতি বছর গড়ে ৭ কোটি ৮০ লক্ষের মত পর্যটকের ভিড় হয় আইফেল টাওয়ারের শহরে।

ইস্তানবুল (তুর্কি) হল বিশ্বের একমাত্র শহর যে দুটি মহাদেশে অবস্থিত।

 

পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম শহরের নাম হুলুনবুইর (মঙ্গোলিয়া)। দৈর্ঘ্য 263,953 km2।

ইজিপ্টকে পিরামিডের দেশ বলে। কিন্তু জানেন কী পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড মেক্সিকোতে অবস্থিত। অথচ আমাদের কাউকে প্রশ্ন করলে বলতেও পারব না মেক্সিকোতে আদৌ কোনও পিরামিড আছে কি না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পৃথিবীর সবচেয়ে শুষ্কতম অঞ্চলের নাম রস আইসল্যান্ড, আন্টাকটিকা। ১০ লক্ষ বছর ধরে এখানে বৃষ্টি হয়নি।

ভারত থেকে ইটালি শুধু চারটে দেশ দূরে। পাকিস্তান, ইরান, তুর্কি, গ্রিস পেরোলেই আমরা ইতালি পৌঁছে যাব।

মুম্বইয়ের চেয়ে ব্যাঙ্কক কলকাতার থেকে কাছে। বিমানে কলকাতা থেকে মুম্বইয়ের দূরত্ব ১৬৬০ কিলোমিটার, সেখানে কলকাতা থেকে ব্যাঙ্ককের দূরত্ব ১৬১৪ কিলোমিটার। ঠিক যেমন দিল্লি থেকে কাবুলের দূরত্ব, দিল্লি থেকে মুম্বইয়ের চেয়ে কম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!