এখন পড়ছেন
হোম > অন্যান্য > গনেশ চতুর্থী! সেই রাতে ভুলেও করবেন না এই কাজটি! নেমে আসতে পারে ঘোর অমঙ্গল! জেনে নিন

গনেশ চতুর্থী! সেই রাতে ভুলেও করবেন না এই কাজটি! নেমে আসতে পারে ঘোর অমঙ্গল! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গণেশ পূজা। প্রতিকূল পরিস্থিতিতেই যথাসম্ভব আয়োজন করা হয়েছে গণেশ বন্দনার। মহারাষ্ট্রের সঙ্গে সঙ্গে সারা দেশেই এই উৎসব পালনের জন্য শুরু হয়ে গেছে প্রস্তুতি। আর সেটা হওয়াটাই প্রাসঙ্গিক। কারণ প্রতিবছর গণেশ পুজো দিয়েই যেন দুর্গাপুজোর আমেজের আভাস পান কলকাতার মানুষজন। আর সেই জন্যই হয়তো দুর্গা পুজোর আগে সেই আমেজ উপভোগ করার জন্য সিদ্ধিদাতা পুজো হয় ঘরে ঘরে। তবে এই পুজোয় কি এমন কাজ এড়িয়ে যেতে হয়? নাহলে নেমে আসতে পারে আপনার জীবনে অমঙ্গলের ছায়া! আসুন জেনে নিন

প্রথমত:- বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের পর যে দশ দিন ধরে মূর্তি পূজা করা হয়, সে কদিন দেবতাকে কখনোই একা রাখতে নেই। ধরুন যে সময়টা পূজা হচ্ছে সেই সময়টায় কেবল আপনি ভগবানের সামনে বসছেন বাকি সময়টা যে যার মতো নিজের ঘরে কাটাচ্ছেন, এমনটা করলে চলবে না। কাউকে না কাউকে সারাক্ষণই দেবতার কাছে উপস্থিত থাকতে হয়। এমনকি রাতেও এই কাজের অন্যথা হওয়া চলে না।

দ্বিতীয়ত:- সকাল এবং সন্ধ্যায় নির্দিষ্ট উপাচার মেনে এবং যথাযথ নৈবেদ্য সহকারে দেবতার পূজা করুন। পূজায় যেন মোদক থাকে।

তৃতীয়ত:- হিন্দু শাস্ত্র মতে পূর্ব পশ্চিম দিকে গনেশ দেবতার মূর্তি স্থাপন করা উচিত। এছাড়া এমন ভাবে রাখতে হবে যাতে দেবতার আমি দিকে সূর্যোদয় দর্শন করা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চতুর্থত:- বাড়িতে ঠাকুরের নাম গান, আরতি ইত্যাদির মাধ্যমে একটি ভক্তিমূলক পরিবেশ তৈরি করে রাখতে হবে। যাতে সকলের মনেই একটি ইতিবাচক প্রভাব পড়ে।

পঞ্চমত:- গণেশ দেবতাকে কখনই তুলসী পাতা দিয়ে অর্চনা করবেন না। কারণ পুরাণ অনুসারে এটি নিষিদ্ধ।

ষষ্ঠত:- কথিত আছে গণেশ উপাসনা করার সময় চন্দ্র একবার গর্ববোধ করে গনেশ দেবের উপর হেসেছিলেন। এরপর গনেশ নাকি চাঁদকে কালো হয়ে যাওয়ার অভিশাপ দেন। পরে অবশ্য চাঁদ এই অভিশাপ থেকে মুক্তি লাভ করলেও পূর্ণিমা ও অমাবস্যা নাকি সেই ঘটনারই ফল, এরূপ পৌরাণিক মতে প্রচলিত। তাই এই দিনটিকে কলঙ্ক চতুর্থী ও বলা হয়। এইদিন তাই চাঁদ কোন ভাবেই দেখা উচিত নয়।

সপ্তমত:- দশদিন বাদে গণেশ দেবতা কে বিদায় দেওয়ার সময়, যে স্থানে তাঁকে রাখা হয়েছিল, সেই স্থানে অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন এঁকে তারপর জায়গাটি খালি করা উচিত বলেই মনে করা হয়।

সুতরাং এইভাবে আপনিও গণেশ দেবতার পূজা করলে পেয়ে যেতে পারেন সমৃদ্ধি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!