এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গোষ্ঠীদ্বন্দই আসল গলার কাঁটা, তীব্র অস্বস্তিতে রাজ্যের শাসকদল

গোষ্ঠীদ্বন্দই আসল গলার কাঁটা, তীব্র অস্বস্তিতে রাজ্যের শাসকদল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে সবথেকে বড় সমস্যা এই মুহূর্তে দলের গোষ্ঠীকোন্দল। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যেভাবে প্রকাশ্যে আসছে, তা কিন্তু একপ্রকার চাপে ফেলছে তৃণমূল শিবিরকে। পাশাপাশি রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নিতে এই মুহূর্তে আগুয়ান রাজ্যের বিরোধী শক্তিগুলি। আর এই তালিকায় প্রথমেই রয়েছে রাজ্যের গেরুয়া শিবির। শাসকদলের ভাঙনের সুযোগ নিয়ে ইতিমধ্যেই তাঁরা দলভারী করে চলেছে। গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বার্তা দিয়ে চলেছেন।

কিন্তু তাতে যে কোন কাজ হচ্ছেনা সে কথা আরও একবার প্রমাণ হলো। উদয়ন গুহ বনাম হুমায়ুন কবীর ও তাঁর স্ত্রী মমতাজ বেগমের সংঘাতে দিনহাটা অঞ্চলে ঘাসফুল শিবিরের দুটি গোষ্ঠী। একদিকে উদয়ন গুহ অন্যদিকে হুমায়ুন কবীর এবং তাঁর স্ত্রী। যথারীতি দুই গোষ্ঠীর মধ্যে বাকবিতণ্ডা ক্রমবর্ধমান। এর আগেও বহু সময় উদয়ন অনুগামীদের সঙ্গে মমতাজ বেগমের অনুগামীদের সংঘাতের খবর এসেছে। এবার গোষ্ঠীদ্বন্দ্বকে আরো কিছুটা উস্কে দিয়ে মমতাজ বেগমের এলাকা নয়ারহাটের সভা করতে যাওয়ার আগে উদয়ন গুহ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। তিনি দাবি করে বলেন, হয় তিনি পূর্বঘোষিত কর্মসূচী পালন করবেন, না হলে রাজনীতি ছেড়ে দেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই মিছিল নিয়ে ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধান মমতাজ বেগম জানিয়েছেন, উদয়ন গুহ হিংসা ছড়ানোর জন্য এই মিছিল করতে চাইছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, উদয়ন গুহকে তৃণমূলে কেউ পছন্দ করছেননা। এর আগেও দিনহাটা এলাকায় তৃণমূলের কর্মসূচিতে হুমায়ুন কবীর এবং তাঁর স্ত্রী মমতাজ বেগম আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারও আগে উদয়ন গুহ জানিয়েছিলেন, হুমায়ুন কবীরের এলাকার পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে যাতে উদয়ন গুহর মিটিংয়ে কেউ উপস্থিত না হন।

খুব স্বাভাবিকভাবে একে অপরের ওপর দোষারোপ এবং তাই নিয়ে চাপানউতোর ইতিমধ্যে দিনহাটা অঞ্চলের রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, একুশের বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ ফিরে পাওয়ার দিকে নজর রাখছেন তৃণমূল সুপ্রিমো। সে জায়গায় এভাবে যদি তৃণমূলের নেতারা একে অপরের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন, তাহলে আসল লক্ষ্য যে কোনমতেই পূরণ হবে না সে কথা চোখ বন্ধ করেও বলা যায়।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!