এখন পড়ছেন
হোম > জাতীয় > আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘মুখ’ কে? বড় সিদ্ধান্ত কংগ্রেসের

আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘মুখ’ কে? বড় সিদ্ধান্ত কংগ্রেসের

রবিবার রাজধানী দিল্লীতে কংগ্রেসের নতুন কার্যকরী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো । এদিনেই স্পষ্ট হয়ে গেলো আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস দল রাহুল গান্ধীর নেতৃত্বেই নির্বাচনে প্রস্তুতি নিতে আগ্রহী। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, রাহুল গান্ধীর নেতৃত্বেই ২০১৯ সালে লোকসভা ভোটে লড়বে কংগ্রেস।
দলের সভাপতি হিসেবে দায়িত্ব ভার নেওয়ার পরে এটিই ছিলো রাহুল গান্ধীর পৌরহিত্যে কংগ্রেসের প্রথম কার্যকরী কমিটির বৈঠক। যখন দলিত, আদিবাসী, অনগ্রসর, গরিব ও সংখ্যালঘু জনসংখ্যাকে হাতিয়ার করে গেরুয়া শিবির নির্বাচনী রণকৌশল সাজাচ্ছে ঠিক সেই সময়ে কংগ্রেস শিবির

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

চাইছে সকল আঞ্চলিক অবিজেপি দলগুলিকে সংঘবদ্ধ করে আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে। রাহুল গান্ধী এদিন জানালেন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন সমঝোতার জন্যে শীঘ্রই একটি কমিটি গঠিত হতে চলেছে। যদিও এর থেকে বেশি কিছু তিনি মুহূর্তে বলতে রাজী হননি। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ”২০০৪ সালের (প্রথম ইউপিএ) থেকে ভাল ফল আশা করছি। জনতাই সিদ্ধান্ত নেবেন। ২০০ বা তার বেশি আসন পেলে কংগ্রেসই নেতৃত্ব দেবে। যে কেউ চাইলে হাত মেলাতে পারেন।” একই সাথে আগামী নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীই একমাত্র প্রধানমন্ত্রী পদপ্রার্থী জানিয়ে তিনি বললেন, ”স্বাভাবিকভাবে কংগ্রেস সভাপতির মুখই তুলে ধরা হবে। রাহুল গান্ধীর নেতৃত্বেই নির্বাচনে লড়াই করবে কংগ্রেস”। প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী প্রচারের আলোয় থাকলেও তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। তবে ২০১৯ সালের নির্বাচনে কংগ্রেসের নেতৃত্ব যে তাঁরই হাতে একথা রাহুল গান্ধী নিজেই স্পষ্ট করে দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!