এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় পুলিশ বাড়াবাড়ির অভিযোগ তুলে এই কাজটি করলেন বাবুল সুপ্রিয়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় পুলিশ বাড়াবাড়ির অভিযোগ তুলে এই কাজটি করলেন বাবুল সুপ্রিয়


লোকসভা নির্বাচনের আগে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বনাম বিরোধী দল বিজেপির মধ্যে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক তরজা অব্যাহত, ঠিক তখনই তৃনমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের রাজনৈতিক মহলে আলোড়ন তুলে দিলেন আসানসোলের বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়।

সূত্রের খবর, রবিবার কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসানসোলের দিকে যাওয়ার সময় হঠাৎই শক্তিগড়ে দাঁড়িয়ে চা খাবেন হলে গাড়ি থেকে নামেন বাবুল সুপ্রিয়। আর তখনই তিনি দেখতে পান যে, রাস্তায় পুলিশ দড়ি দিয়ে ব্যারিকেড করে রেখেছে। আর তখন কেন এই ব্যারিকেড তা নিয়ে পুলিশকে প্রশ্ন করেন বিজেপির এই বিদায়ী সাংসদ।

জানা যায়, তখন পুলিশ আধিকারিকেরা বলেন, কিছুক্ষণের মধ্যেই এই এলাকা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। আর এতেই কিছুটা হলেও ক্ষুব্ধ হন বাবুল। তৃণমূল নেতার যাওয়ার ঘন্টা দুয়েক আগে থেকে কেন সাধারন মানুষকে এইভাবে অসুবিধায় ফেলা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলে সেই ব্যারিকেডে থাকা দড়িটি খুলে দেন তিনি। এমনকি পরে সেই দড়িটির একটি ছবি তুলে টুইট করে গোটা ঘটনার বিবরণও দেন বাবুল সুপ্রিয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, সত্যিই তো তাই। যেখানে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় এত কড়াকড়ি নেই, সেখানে তারই ভাইপো তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থার জন্য এত কড়াকড়ি করে কেন তার আসার দু’ঘণ্টা আগে এইভাবে দড়ি দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে?

এতে কি সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে না? এই ব্যাপারে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, শক্তিগড় এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। তাই নিরাপত্তার বাড়তি বন্ধ করতে হয়েছে। কিন্তু হেভিওয়েট গেলে তার নিরাপত্তা ব্যবস্থার জন্য কড়াকড়ি থাকবেই। তবে প্রায় দুই ঘণ্টা আগে থেকে কেন সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে এইভাবে ব্যারিকেড করে রাখা হবে!

এদিন এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী এক নেতা বলেন, “পথ নিরাপত্তা দায়িত্ব পুলিশের। তাদের যা করণীয় তারা সেটাই করেছেন। এখানে কোনো সাংসদ বা কোনো নেতার নাক গলানো উচিত নয়।” একাংশের মতে, এই ব্যাপারে পরোক্ষে বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র প্রতিবাদকেই খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরের এই নেতা।

কিন্তু এত সব সত্ত্বেও দমে যাওয়ার পাত্র যে তিনি নন, তা আরও একবার প্রমান করে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে কেন তার আসার এত আগে সাধারণ মানুষকে এভাবে বিপাকে ফেলা হবে তা নিয়ে রীতিমত শোরগোল তুলে দিলেন আসানসোলের বিদায়ী বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!