এখন পড়ছেন
হোম > জাতীয় > এখন থেকে আর চাল, ডাল, পেঁয়াজ ‘নিত্যপ্রয়োজনীয়’ নয়! বিরোধী শূন্য রাজ্যসভায় পাশ হয়ে গেল বিল!

এখন থেকে আর চাল, ডাল, পেঁয়াজ ‘নিত্যপ্রয়োজনীয়’ নয়! বিরোধী শূন্য রাজ্যসভায় পাশ হয়ে গেল বিল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কৃষি বিল নিয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধীদের তরজা উঠেছে তুঙ্গে। ইতিমধ্যেই কৃষি বিল নিয়ে প্রতিবাদ করার জন্য বিরোধী শিবিরের 8 জন সাংসদকে করা হয়েছে এক সপ্তাহের জন্য সাসপেন্ড। তার জন্য ইতিমধ্যে সংসদ চত্বরে শুরু হয়েছে সাসপেন্ডেড সাংসদদের ধরনা। সাসপেন্ডেড বিরোধীরা বাদে অন্যান্য বিরোধীরাও এদিন রাজ্যসভায় প্রতিবাদ হেতু উপস্থিত ছিলেন না। আর সেই সুযোগে বিরোধীশূন্য রাজ্য সভায় কেন্দ্রীয় সরকার পাস করিয়ে নিল অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশোধনী বিল।

গত 15 সেপ্টেম্বর লোকসভায় এই বিলটি পেশ করা হয়েছিল। লোকসভার বিলটি সহজেই পাস হয়ে যায়। এবার সংসদের বিরোধীশূন্য উচ্চকক্ষে এই বিলটি পাস হলো। এখন শুধুমাত্র রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায় এই বিল। এই বিল পাস হওয়ার সাথে সাথে অত্যাবশ্যকীয় পণ্যের ধারণাই বদলে গেল বলে মনে করা হচ্ছে। এবার থেকে চাল, আলু, পিঁয়াজ, ভোজ্যতেলের মত বেশ কয়েকটি নিত্য খাদ্য সামগ্রী আর অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে গণ্য হবে না। এর ফলে এবার থেকে এই পণ্যগুলি নিজের ইচ্ছামত ব্যবসায়ীরা মজুদ করতে পারবেন।

পাশাপাশি নিজেদের ইচ্ছামত দামে এগুলো বিক্রিও করতে পারবেন ব্যবসায়ীরা। এবং এক এলাকা থেকে কিনে অন্য এলাকায় নিয়ে গিয়ে বিক্রিতেও কোন বাধা থাকল না। এতদিন পর্যন্ত যে সরকারি নিয়ন্ত্রণ ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাবেচা এবং মজুতদারির ওপর, এক কথায় তা পুরোপুরি উঠে গেল। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো জরুরি অবস্থা বা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, তাহলে সরকার মজুতদারদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কেন্দ্রীয় সরকার আরো জানাচ্ছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার এবার বিশ্বের সামনে খুলে গেল। কর্পোরেট ওয়ার্ল্ড থেকে যেরকম বিনিয়োগ আসবে কৃষিপণ্যে, ঠিক সেভাবেই ছোট ব্যবসায়ীরাও বিনিয়োগ করতে পারবেন। এবং কৃষকরা নিজেদের পণ্যের জন্য আরও বেশি দাম পাবেন। যদিও বিরোধী শিবির কিন্তু অন্য আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই বিলটি পাস হওয়ার সাথে সাথেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পুরোপুরি নিয়ন্ত্রন করবে কর্পোরেট ওয়ার্ল্ড। তাঁরা ইচ্ছামত কম দামে কৃষকদের কাছ থেকে জিনিস কিনে মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে পারে। এবং সেই পণ্যই পরে আকাশছোঁয়া দামে সাধারণের কাছে বিক্রি করবে।

যথারীতি কৃষকেরা যেভাবে ক্ষতিগ্রস্ত হবে ঠিক সেভাবেই মধ্যবিত্তেরাও এবার পড়তে চলেছেন চরম সংকটের মুখে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকার যেভাবে বিরোধী-শূন্য সংসদে একের পর এক বিল পাস করিয়ে নিচ্ছেন, তাতে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার বিরোধীদের পাশাপাশি আমজনতাও মুখ খুলতে শুরু করেছে। অন্যদিকে কৃষকদের একাংশ ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, কৃষিপণ্যকে এবার বেসরকারি হাতে তুলে দিল কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি যে দিন দিন আরও জটিল হতে চলেছে, সে ব্যাপারে একমত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!