এখন পড়ছেন
হোম > রাজ্য > দূরত্ত্ব মিটেও মিটলো না শোভনের,সরানো হলো দ্বায়িত্ব থেকে

দূরত্ত্ব মিটেও মিটলো না শোভনের,সরানো হলো দ্বায়িত্ব থেকে


মুখ্যমন্ত্রী ফোন করে কথা বলার পর সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়েছিলেন কোনো দূরত্ত্ব নেই তৃণমূলের থাকছেন থাকবেন।যা রটেছে সবটাই জল্পনা। কিন্তু তার কয়েকঘন্টা কাটতে না কাটতেই জন্য গেলো পদ হারালেন শোভনবাবু। এদিন দলের নির্দেশে পঞ্চায়েত ভোটের দায়িত্ব থেকে সরানো হল তাঁকে। তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলায় দ্বায়িত্বে ছিলেন।যদিও দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের জেলা সভাপতি পদে শোভনবাবু এখনো তিনি বহাল আছেন। দ্বায়িত্ব থেকে সারানোর কারণ হিসাবে তৃণমূল জানিয়েছে যে আজ পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটি বৈঠক ডাকা হয় সেখানে অনুপস্থিত ছিলেন মেয়র আর তাই এই সিদ্ধান্ত। এদিকে তাঁর জায়গায় দ্বায়িত্ত্ব দেওয়া হয়েছে শুভাশিস চক্রবর্তী ও অঞ্জন দাসকে। গতকাল সংবাদমাধ্যমে বৈশাখীদেবীকে নিয়ে মুখ খুলেছিলেন শোভনবাবু। পাশাপাশি বৈশাখীদেবীও মুখ খুলেছেন। সেই নিয়েই কি আবার চটেছেন নেত্রী আর তাই এই সিদ্ধান্ত জল্পনা রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!