এখন পড়ছেন
হোম > জাতীয় > কি হল ত্রিপুরার চড়িলাম কেন্দ্রে উপমুখ্যমন্ত্রীর জিষ্ণু দেব বর্মনের ভাগ্য?

কি হল ত্রিপুরার চড়িলাম কেন্দ্রে উপমুখ্যমন্ত্রীর জিষ্ণু দেব বর্মনের ভাগ্য?


ত্রিপুরাতে বামেদের ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে বিজেপি, মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব ও উপমুখ্যমন্ত্রী হন জিষ্ণু দেব বর্মন। কিন্তু জিষ্ণু দেব বর্মনের কেন্দ্র চড়িলামের বাম প্রার্থী নির্বাচনের প্রচার চলার সময়েই অকালে প্রয়াত হন, তাই ওই কেন্দ্রের নির্বাচন ছিল গত ১২ মার্চ। আজ ছিল ফল ঘোষণা। গোটা ত্রিপুরার পরিবর্তনের হওয়ার সঙ্গে সংগত রেখে এই কেন্দ্রেও জয়ী হয় বিজেপি। তবে চড়িলাম থেকে রেকর্ড ২৫,৫৫০ ভোটে বিজয়ী হন জিষ্ণু দেব বর্মন। যদিও নির্বাচনের আগেই রাজ্য জুড়ে সন্ত্রাসের অভিযোগে এই কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করে নেয় বামফ্রন্ট। ফলে ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় বিজেপির বিধায়ক বেড়ে হল ৪৪।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!