এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় ৩ বিজেপি সমর্থকদের মাটিতে ফেলে পেটানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় ৩ বিজেপি সমর্থকদের মাটিতে ফেলে পেটানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের পর থেকেই জয় শ্রীরাম শব্দ নিয়ে উত্তপ্ত হতে দেখা গেছে রাজ্য রাজনীতি। তৃণমূল নেতাদের দেখলেই বিজেপির পক্ষ থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার মত ঘটনা ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ ভারতীয় জনতা পার্টিকে। আর রামের নাম শুনে তৃণমূল নেতারা কেন এত অধৈর্য্য হচ্ছেন, তা নিয়ে নানা সময়ে প্রশ্ন তুলতে দেখা গেছে বিজেপি শীর্ষ নেতাদের। আর এই পরিস্থিতিতে এবার জয় শ্রী রাম বলার জন্য তিন বিজেপি সমর্থককে পেটানোর অভিযোগ উঠল আলিপুরদুয়ারে। যে ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ার 2 ব্লকের টটপারা 1 গ্রাম পঞ্চায়েতের যশোডাঙ্গা বাজারে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপির 3 সমর্থক জয় শ্রীরাম ধ্বনি দিয়ে প্রথমে বাড়িতে ঢুকে বুথের তৃণমূল সভাপতি সমর রায়ের ভাইপোকে আক্রমণ করে। পরবর্তীতে মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। যদিও বা বিজেপির পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা বিজেপির সম্পাদক অর্জুন দেবনাথ বলেন, “তৃণমূলের উপর থেকে নিচুতলা সর্ব স্তরের কর্মীদের মধ্যে পরাজিত হওয়ার আতঙ্ক গ্রাস করছে। তাই ওরা জয় শ্রীরাম স্লোগান শুনলে আঁতকে উঠছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সত্যিই কি তাহলে জয় শ্রীরাম স্লোগানে আপত্তি রয়েছে! তৃণমূলের কেন এভাবে ভগবানের নাম নেওয়াতে বিজেপি নেতাদের ওপর আক্রমণ করা হল? এদিন এই প্রসঙ্গে টটপারা 1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান দুধকুমার রায় বলেন, “ওরা প্রতিদিন বুথ সভাপতির বাড়ির সামনে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দেয়। প্রতিবাদ করায় রাতে ওরা বুথ সভাপতির বাড়িতে ঢুকে তাদের বাড়ির সদস্যদের মারধর করে মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়।”

একইভাবে এই ব্যাপারে বিজেপিকে আক্রমণ করেছেন আলিপুরদুয়ার 2 ব্লক তৃণমূল সভাপতি পরিতোষ বর্মণ। তিনি বলেন, “আসলে ওরা ভেবে নিয়েছে বিধানসভা ভোটে ওরা জিতবে। তাই এই আচরণ শুরু করেছে। তবে ওদের ভোটে জেতা অলীক কল্পনা ছাড়া কিছু নয়।” স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনের আগেই আবার যেভাবে “জয় শ্রীরাম” স্লোগান প্রাসঙ্গিক হয়ে উঠল বঙ্গ রাজনীতিতে। তবে এই স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি কতটা সঙ্কটজনক হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!