এখন পড়ছেন
হোম > রাজ্য > বীরভূমে সিপিএম বেঁচে আছে তাঁর দয়ায়, দাবি অনুব্রতর

বীরভূমে সিপিএম বেঁচে আছে তাঁর দয়ায়, দাবি অনুব্রতর

কারোর পরোয়া না করে অনুব্রত মন্ডল আবার প্রমান করলেন তিনি থাকবেন স্বমহিমায়। একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন বীরভূমের এই দাপুটে নেতা। কখনো বলছেন চোখ উপরে নেবো, তো কখনো চরাম চরাম,কখনো বোমা মারা, তো কখনো পুলিশকে ধমকানো চমকানো। আর এবার সিপিএমের দিকে ‘হুমকির’ তীর ছুড়লেন তিনি। সিপিএমের বীরভূম জেলা সম্পাদক ও প্রাক্তন জেলা পরিষদ সভাপতি মনসা হাঁসদাকে দুর্নীতির দায়ে গ্রেফতার করাবোই, এমনটাই দাবি অনুব্রতর। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবিতে সোমবার গোটা বীরভূম জেলায় বিক্ষোভ মিছিল ডেকেছে বামফ্রন্ট । তারই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত জানান যে তাঁকে গ্রেফতার করা হলে তাঁর তাতে কোনো আপত্তি নেই। তিনিও দেখিয়ে দেবেন মনসা হাঁসদাকে গ্রেফতার করিয়ে।
এদিন অনুব্রত অভিযোগ করেন যে মনসা হাঁসদা যখন জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তখন প্রচুর দুর্নীতি করেছেন। এরপর ফের শাসানি দেন এতদিন ধরে বামফ্রন্ট নেতারা বীরভূমের বিভিন্ন প্রান্তে যা করেছে তারপরও তারা কাল যদি মিছিলে বের করে তাহলে তাদের জামা প্যান্ট খুলে দেওয়া হবে। এখানেই থেমে না থেকে তিনি তার সাথে আরো যোগ করেছেন যে, এরফলে তৃণমূল যদি বামেদের পাল্টা কোনো মিছিল করে আর তার ফলে কোনো অঘটন ঘটে তার দায় তিনি নেবেন না। এছাড়া তিনি আরো বলেছেন যে সিপিএমের উপর নাকি তিনি দয়া করেন, কোনো কমরেড কলকাতা থেকে মিছিল করতে এলে অনুব্রত বাবুর কাছ থেকে আগে অনুমতি নেন ফোন করে। তিনি অনুমতি দিলে তবেই সভা করে সিপিএম। এরপরেই বোমা ফাটান অনুব্রত। বলেন তিনি বামেদের মাথার উপর থেকে হাত তুলে নিলে বামেদের সমূহ বিপদ, তারা ঘর থেকে আর বেরোতে পারবেন না। তাঁর দাবি জেলায় কমরেডরা তাঁর দয়ায় বেঁচে আছেন। সিপিএমের তরফ থেকে এখনো এই বিষয়ে কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!