এবার সত্যিই মাথায় ‘পাহাড়’ ভেঙে পড়লো বিমল গুরুঙ্গ ও রোশন গিরির বিশেষ খবর রাজ্য November 21, 2017 পাহাড় নিয়ে সর্বদল বৈঠকের আগের দিন মোর্চায় রদবদল। ৬ মাসের জন্য মোর্চা সভাপতি পদ থেকে অপসারিত হলেন বিমল গুরুঙ্গ, নতুন সভাপতি হলেন বিনয় তামাং। পদ খোয়ালেন গুরুঙ্গ ঘনিষ্ঠ রোশন গিরিও। ৬ মাসের জন্য রোশন গিরিকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে অনীত থাপাকে। প্রায় তিন মাস পর বৈঠকে বসেই বিমল গুরুঙ্গ, রোশন গিরি সমেত ১৫ জন নেতাকে অপসারিত করেছে মোর্চা। এছাড়া আনীত থাপাকে জনগণ নিজের করে নিয়েছেন বলে ভাবছেন কারণ এদিন আনীত থাপার জনসভায় ভিড় উপচে পড়েছে। তাই বিমল গুরুং কে নিয়ে আবার নতুন করে মোর্চা আর ভাববে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনার মতামত জানান -