এখন পড়ছেন
হোম > অন্যান্য > হারের পর প্রথম টেস্টে ব্যবহৃত বল নিয়ে অসন্তোষ প্রকাশ ভারত অধিনায়কের।

হারের পর প্রথম টেস্টে ব্যবহৃত বল নিয়ে অসন্তোষ প্রকাশ ভারত অধিনায়কের।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চেন্নাই এ ভারতের পরাজয়, ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের চার বছরের প্রথম পরাজয়। আট বছরেরও বেশি সময় পরে ইংল্যান্ড ভারতে টেস্ট জিতলো। ইংল্যান্ড অধিনায়ক জো রুট এর ডবল সেঞ্চুরির উপর ভর করে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস এ ৫৭৮ রান করে। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং গুটিয়ে যায় ৩৩৭ রানে।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৭৮ রান করে অল আউট হয়ে গেলেও, ভারতের জেতার জন্য ৪২০ রানের টার্গেট রাখে দ্বিতীয় ইনিংসে। চেন্নাই এ পঞ্চম দিনের পিচে, ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে ম্যাচ বাঁচাতে নামা ভারতীয় ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পরে। ভারতের ইনিংস ১৯২ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ড ২২৭ রানের ব্যবধানে ম্যাচ জিতে, চার ম্যাচের সিরিজে এগিয়ে যায়।

নিতান্তই চিন্তার ভাঁজ পরেছে অধিনায়ক কোহলির কপালে। বিরাট কোহলি এর অধিনায়কত্বের অধীনে ভারত এই নিয়ে টানা চারটি টেস্ট ম্যাচে হারলো। ম্যাচ হারার পর কোহলি বলেন, চেন্নাই এ স্লো উইকেট প্রথম দুদিনে বোলারদের সাহায্য করেনি। কোহলি বলেন, ইংল্যান্ড অনেক বেশি পেশাদারী ক্রিকেট খেলেছে এই টেস্টে। তবে ভারতীয় বোলিং সেই পর্যায়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে পারেনি বলেও তিনি মনে করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মঙ্গলবার ভারত অধিনায়ক বিরাট কোহলি সাংবাদিক সম্মেলনে অসন্তোষ প্রকাশ করলো ভারত – ইংল্যান্ড প্রথম টেস্টে ব্যবহৃত বল এর বিরুদ্ধে। ভারত – ইংল্যান্ড প্রথম টেস্টে SG টেস্ট বল ব্যবহার করা হয়েছে। ভারত অধিনায়ক জানায় নতুন বল খেলার ৬০ ওভারের মধ্যেই যথেষ্ট নরম হয়ে গেছে। এমনকি বলের সিম এর সেলাই ও খুলে আসতে শুরু করে ৬০ ওভার খেলার মধ্যে। খেলা চলাকালীন ভারতীয় বোলাররা বল নিয়ে যে অসন্তুষ্ট ছিল তা আগেই বোঝা গিয়েছে। সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বিরাট কোহলি, বল এর কোয়ালিটি নিয়ে তাদের সেই অসন্তোষের কথাই বলে।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভীষণ সিং বেদী বলেন, SG বল, কিংবা পিচ, কিংবা টস এর ওপর দোষ দেওয়াটা ভুল হবে ভারতের। চার বছর পর দেশের মাটিতে এত বেশি ব্যবধানের হারের পর, দলকে সঙ্গবদ্ধ করা ভারতের জন্য প্রয়োজনীয়। তবে প্রথম টেস্টে ২২৭ রানে ভারতের পরাজয়ের কারণ হিসেবে বল এর খারাপ কোয়ালিটি যে কোনো অজুহাত নয় বিরাট কোহলি সেটাও জানায় সাংবাদিক সম্মেলনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!