অবশেষে রাজ্যের স্কুলগুলিতে হতে চলেছে কর্মী নিয়োগ বিশেষ খবর রাজ্য November 8, 2017 অবশেষে সুখবর আসতে চলেছে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য। মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, গত ২০১৬ এর জুন মাসে রাজ্যের স্কুলগুলির জন্য গ্রূপ-ডি কর্মী নিয়োগের উদ্দেশ্যে লিখিত পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। ওই লিখিত পরীক্ষায় বসেছিলেন প্রায় ১৬ লক্ষ চাকুরী প্রার্থী। এরপর মেধার ভিত্তিতে সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয় সেপ্টেম্বর মাসে। আর তারপরেই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের রেজাল্টের ভিত্তিতে ওই প্রার্থীদের মধ্য সফল থেকে ৩,৮০০ জনের নাম পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়, শীঘ্রই ওই সফল চাকুরী প্রার্থীদের নিয়োগপত্র পাঠানো হবে বলে পর্ষদ সূত্রে জানা যাচ্ছে। আপনার মতামত জানান -