এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের বালুর জেলযাত্রা! অসুস্থতার নাটক শেষ? কড়া আক্রমণ বিজেপির!

ফের বালুর জেলযাত্রা! অসুস্থতার নাটক শেষ? কড়া আক্রমণ বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যে এখন তৃণমূল নেতাদের মধ্যে একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে, যদি কেউ ভাবেন যে, তিনি গ্রেপ্তার হবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বা যদি কেউ গ্রেপ্তার হয়েও যান, তাহলেই তারা অসুস্থতার কথা বলে চলে যান এসএসকেএম হাসপাতালে। দীর্ঘদিন সেখানে পড়ে থাকেন সাধারণ মানুষের বেড দখল করে। কালীঘাটের কাকু থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়ের এই ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত রাজ্যের সাধারণ মানুষ। সাধারণ মানুষের কাছেও গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের এই অসুস্থতাটা নাটক বলেই মনে হয়। যেমনটা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে। গত বছরের অক্টোবর মাসে তাকে গ্রেফতার করা হয়েছিল। তারপর নভেম্বর মাসের 22 তারিখে তিনি ভর্তি হয়ে যান এসএসকেএম হাসপাতালে। দীর্ঘদিন সেখানে ছিলেন। অবশেষে শনিবার রাতেই তাকে এসএসকেএম হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় আর তারপরেই আবার তাকে ফিরতে হয় প্রেসিডেন্সি জেলের পয়লা 22 নম্বর সেলে। অনেকে কটাক্ষ করে বলছেন, এতদিন আরাম করে এসএসকেএম হাসপাতালে ছিলেন। কিন্তু সেটা আবার অসুস্থতার নামে নাটক নয় তো? তবে যদিও বা নাটক হয়, তাহলে সেই নাটক আর বেশিদিন চালাতে পারলেন না। এবার তাকে জেলেই দিন কাটাতে হবে।

প্রসঙ্গত, এদিন এসএসকেএম হাসপাতাল থেকে সন্ধ্যা সাতটার সময় ছেড়ে দেওয়া হয় রাজ্যের মন্ত্রী এবং রেশন কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিককে। জানা যায়, এখন তাকে প্রেসিডেন্সি জেলেই থাকতে হবে। গ্রেপ্তার হওয়ার কিছুদিনের মধ্যেই অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন এই জ্যোতিপ্রিয় মল্লিক। আর এই সময় থেকেই অনেকে প্রশ্ন তোলেন যে, তৃণমূলের নেতারা যারা গ্রেফতার হচ্ছে, তারা এসএসকেএম হাসপাতালটাকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছেন। তাই জেলে না থেকে কি করে হাসপাতালে থাকা যায়, সেই চেষ্টাই করছেন তারা। হয়ত জ্যোতিপ্রিয়বাবু অসুস্থতার নামে নাটক করছেন। তবে কবে তিনি জেলে ফিরবেন, কবে তার এই অসুস্থতা শেষ হবে, তার দিকে তাকিয়ে ছিলেন সকলে। অবশেষে আমসি মুখে জেলেই ফিরতে হলো রাজ্যের এই মন্ত্রীকে।

ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, এসএসকেএম হাসপাতালে এখন চোরেদের আঁতুড়ঘড় হয়ে গিয়েছে। তৃণমূল নেতারা গ্রেপ্তার হলেই অসুস্থতার কথা বলে সেখানে চলে যাচ্ছেন। আর সাধারণ মানুষ বেড পাচ্ছেন না। জেলের থাকা, খাওয়া মুখে উঠছে না সাহেবদের। তাই হাসপাতালে গিয়ে যদি একটু সুখে শান্তিতে থাকা যায়, তার চেষ্টা করছেন। কিন্তু চুরি করে, দুর্নীতি করে শান্তিতে থাকা যাবে না। জেলে থাকার জন্যই তিনি গ্রেফতার হয়েছেন। তাই নাটক করুন, আর সত্যিই অসুস্থতা হোক, এবার এসএসকেএম থেকে সেই জেলেই ফিরতে হলো বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, এসি ঘর, নামিদামি খাওয়া-দাওয়া, সুখ সম্পত্তি এতকিছু পেয়ে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের। তাই এখন তারা গ্রেপ্তার হলেই অসুস্থতার কথা বলছেন, যাতে হাসপাতালে থেকে কিছুদিন একটু আরামে কাটানো যায়। কিন্তু মানুষ তাদের এই চালাকি ধরে ফেলেছে। আর মানুষের কাছে যত পর্দাফাঁস হয়ে যাচ্ছে, ততই চাপে পড়ে যাচ্ছেন তৃণমূল নেতারা। ফলে কালীঘাটের কাকুকে যেমন এসএসকেএম থেকে বের করে আনা হয়েছে, ঠিক তেমনই এবার জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও দেওয়া হলো চরম ট্রিটমেন্ট। তাকে শেষমেশ হাসপাতালের মায়া ত্যাগ করে ফিরতে হলো প্রেসিডেন্সি জেলে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!