এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ভাটপাড়া তুমি কার? তীব্র অশান্তির আবহে তৃণমূল- বিজেপির মধ্যে? ফয়সালা কবে?

ভাটপাড়া তুমি কার? তীব্র অশান্তির আবহে তৃণমূল- বিজেপির মধ্যে? ফয়সালা কবে?


ভাটপাড়া পৌরসভা দখলকে ঘিরে এখন নিত্যনৈমিত্তিক অশান্তি ঘটতে শুরু করেছে।লোকসভা নির্বাচনে বিজেপি সাফল্য পাওয়ার পর অর্জুন সিংহের হাত ধরে সেখানকার পৌরসভার কাউন্সিলররা ভারতীয় জনতা পার্টিতে নাম লেখান। তবে বর্তমানে উত্তর 24 পরগনা জেলার অন্যান্য পৌরসভাগুলোতে যেমন তৃণমূল ক্ষমতা দখল করতে চলেছে, ঠিক তেমনই তাদের টার্গেট ভাটপাড়া পৌরসভায় বর্তমানে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অনেক কাউন্সিলর ফিরে এসেছেন।

যার ফলে সেই পৌরসভার বিরুদ্ধে অনাস্থা আনতে উদ্যোগী হয়েছে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে কখনও তৃণমূল, আবার কখনও বা বিজেপি, দুই দলের নেতাকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা রীতিমতো আশঙ্কার সৃষ্টি করছে সেই ভাটপাড়া এলাকায়। জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে জগদ্দল থানার সামনে কলাবাগানে তৃণমূল কর্মীরা বিজেপির পার্টি অফিস দখল করতে যায় বলে অভিযোগ ওঠে।

আর সেই সময়ই নিজেদের পার্টি অফিস তৃণমূল কর্মীরা দখল করতে আসছে, সেই খবর পেয়ে এলাকায় ছুটে যান অর্জুন সিংহের পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিংহ। পরবর্তীতে তৃণমূল কর্মীরা এলাকা ছেড়ে পালালেও এলাকায় দু’টি বোমা ফেলা হয়। যা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করে। এদিকে এই ঘটনা ঘটার কিছু পরেই বৃহস্পতিবার রাত বারোটার সময় কাকিনাড়ার রথতলা বাজারে তৃণমূল কাউন্সিলর মিমি দত্তের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, অনাস্থাপ্রস্তাব যাতে মিলিদেবী জমা দিতে না পারেন, তার জন্য বিজেপি এই বোমাবাজি করেছে। যদিও বা বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। এদিকে বৃহস্পতিবারের পর শুক্রবারেও বিভিন্ন ঘটনায় অশান্ত হতে দেখা যায় ভাটপাড়াকে। বস্তুত, এদিন দুপুরে রথতলা বাজারে বিজেপির একটি পার্টি অফিস দখল করতে যায় তৃণমূল কর্মীরা।

আর সেই খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে তাকে বাধা দেন বিজেপি কাউন্সিলার প্রমোদ সিংহ। আর এরপরই তৃণমূল বনাম বিজেপির চরম তরজা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে তৃনমূলের অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার দিনেই দুই মূল রাজনৈতিক দলের এহেন সংঘর্ষের ঘটনা রীতিমতো আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে ভাটপাড়ার। এদিন এই প্রসঙ্গে ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান সৌরভ সিংহ মুখ খোলেন।

তিনি বলেন, “পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল আমাদের পার্টি অফিস দখল করছে। পুলিশ দলদাস হয়ে গিয়েছে।” অন্যদিকে এই ব্যাপারে ভাটপাড়া পৌরসভা বিধানসভা কমিটির তৃণমূলের আহ্বায়ক সোমনাথ শ্যাম বলেন, “পার্টি অফিসগুলো আমাদের। ওরা গত লোকসভা নির্বাচনের পর তা দখল করেছিল। আমরা সেগুলো পুনরুদ্ধার করছি।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভাটপাড়া পৌরসভায় অনাস্থা হওয়ার আগে যেভাবে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, যেভাবে মুড়ি-মুড়কির মতো বোমা পড়ছে ভাটপাড়ায়, সেখানে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত থাকবে! তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!