এখন পড়ছেন
হোম > রাজনীতি > যাবতীয় বিতর্কের অবসান, পিএসি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, জেনে নিন দিনক্ষণ!

যাবতীয় বিতর্কের অবসান, পিএসি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, জেনে নিন দিনক্ষণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বর্তমানে রাজ্য রাজনীতিতে শাসক এবং বিরোধী দলের মধ্যে সবথেকে বেশি তরজা তৈরি হয়েছে বিধানসভার গুরুত্বপূর্ণ পিএসি কমিটি নিয়ে। প্রথা অনুযায়ী, এই কমিটি প্রতিবার বিরোধীদের দখলে থাকে। বিরোধীদের পক্ষ থেকেই এই কমিটির চেয়ারম্যান দেওয়া হয়। সেই মত করে স্পিকার সিদ্ধান্ত নেন। তবে শুধুমাত্র বিরোধীদের পক্ষ থেকেই যে এই কমিটির চেয়ারম্যান ঠিক করে দেওয়া হবে এবং তাকেই যে মানতে হবে, তা সংবিধানে বলা নেই।

এক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকেও যদি চাওয়া হয়, তাহলে তারাও এই পিএসি কমিটির জন্য তাদের চেয়ারম্যান পদপ্রার্থীর নাম জমা দিতে পারে। তবে এবার সেই পিএসি কমিটি নিয়ে যাবতীয় আলোরন পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। সম্প্রতি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। যিনি পিএসি কমিটির চেয়ারম্যান হতে পারেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দলবদল করার জন্য মুকুলবাবুর বিধায়ক পদ খারিজ করতে উদ্যত হয়েছেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কোনোমতেই মুকুলবাবু পিএসি কমিটির চেয়ারম্যান হতে পারবেন না। যদিও বা মুকুল রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তৃণমূল তাকে সমর্থন করবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত পিএসি কমিটির চেয়ারম্যান কে হয়, তার দিকে নজর রয়েছে সকলের। তবে কবে এই চেয়ারম্যান নিয়ে যাবতীয় রফাসূত্র সামনে আসবে, এখন সেটাই লক্ষণীয় বিষয়। আর তার মধ্যেই পিএসি কমিটির চেয়ারম্যান নিয়ে ঘোষণার দিনক্ষন সামনে এলো।

বিশেষ সূত্র মারফত খবর, বিধানসভায় বাজেট অধিবেশনের একেবারে শেষ দিনে এই পিএসি কমিটি নিয়ে ঘোষণা করতে পারেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তিনি পিএসি কমিটির চেয়ারম্যান কে হবেন, তা বাজেট অধিবেশনের শেষ দিনে ঘোষণা করবেন বলে খবর। অর্থাৎ আর কিছু দিনের অপেক্ষা। তারপরেই যাবতীয় জল্পনা এবং বিতর্কের অবসান ঘটবে বিধানসভার অধ্যক্ষের ঘোষণার মধ্য দিয়ে। অনেকে বলছেন, বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায় এই গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হতে পারেন।

আর তা শুধু সময়ের অপেক্ষা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, তৃণমূলের সমস্ত বিধায়ক তাকে সমর্থন করবেন। তবে অধ্যক্ষের ঘোষণায় যদি মুকুল রায়ের নাম থাকে, তাহলে বিরোধী দলের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বিধানসভার ভেতরে এবং বাইরে ব্যাপক আন্দোলন তৈরি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা দলত্যাগ করা মুকুল রায় কোন দলের হয়ে পিএসি কমিটির সদস্য হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, এই বিষয়কে সামনে রেখেই এখন প্রশ্ন ছুড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মুকুল রায় বিজেপি পার্টির সদস্য। অন্যদিকে মুকুলবাবু বিজেপি ছেড়ে ইতিমধ্যেই যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিক ভাবেই “ধরি মাছ না ছুঁই পানি” আচরণ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে বলে দাবি একাংশের। তাই এই পরিস্থিতিতে যদি অধ্যক্ষের ঘোষণায় সেই মুকুল রায়ের নাম পিএসি কমিটির চেয়ারম্যান হিসেবে উঠে আসে, তাহলে তা নিয়ে শাসক এবং বিরোধীদের মধ্যে তরজা চরম আকার ধারণ করবে বলেই দাবি বিশেষজ্ঞদের।

বলা বাহুল্য, ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে বালুরঘাটের বিধায়ক লাহিড়ীর নাম পিএসি কমিটির চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করা হয়েছে। স্বাভাবিক ভাবেই বিধানসভার অলিন্দে গুরুত্বপূর্ণ এই কমিটি নিয়ে রীতিমতো বাঘবন্দী খেলা শুরু হয়ে গিয়েছে শাসক শিবির এবং বিরোধী শিবিরের মধ্যে। প্রথা অনুযায়ী, এবারেও এই গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান নিজেদের হাতে রাখতে চায় বিরোধী দল ভারতীয় জনতা পার্টি।

সেদিক থেকে যদি দলত্যাগ করা মুকুল রায়কে অধ্যক্ষ শেষ পর্যন্ত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে দেন, তাহলে তা নানা প্রশ্ন তুলে দিতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ওপর। সেদিক থেকে বাজেট অধিবেশনের শেষ দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা পশ্চিমবঙ্গ বিধানসভার গুরুত্বপূর্ণ পিএসি কমিটির চেয়ারম্যান হিসেবে কার নাম ঘোষণা করেন অধ্যক্ষ, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!