এখন পড়ছেন
হোম > জাতীয় > রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে জমি কেনাবেচার অসঙ্গতির অভিযোগ উঠতেই স্বয়ং মাঠে নামলেন প্রধানমন্ত্রী

রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে জমি কেনাবেচার অসঙ্গতির অভিযোগ উঠতেই স্বয়ং মাঠে নামলেন প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে একাধিক বিরোধী শিবির থেকে। রাম মন্দির ট্রাস্টের জমি কেনা-বেচায় আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। রাম মন্দির ট্রাস্ট ছাড়াও বেশকিছু স্থানীয় বিজেপি, আরএসএস নেতাদের বিরুদ্ধে মন্দিরের জন্য গড়া তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এবার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, মন্দিরকে ঘিরে অযোধ্যায় যে উন্নয়নের কাজ চলছে, তিনি স্বয়ং তার নজরদারি করছেন। এখানে কোনো রকম অনিয়মকে মেনে নেওয়া হবে না।

গতকাল অযোধ্যাকে আধ্যাত্বিক কেন্দ্র, পর্যটন হাব ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল একটি বৈঠকে প্রধান মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যার বিষয়ে একটি প্রেজেন্টেশন বৈঠকে জমা দেয়া হয়েছে। যেখানে উন্নয়নমূলক পরিকল্পনার নানান দিক তুলে ধরা হয়েছে।

একাধিক উন্নয়নমূলক পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যার মধ্যে রয়েছে বিমানবন্দর, রেল সম্প্রসারণ, জাতীয় সড়ক সম্প্রসারণ ইত্যাদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, অযোধ্যা দেশের সাংস্কৃতিক চেতনায় রয়েছে। অযোধ্যা শহরকে এমন ভাবে ঢেলে সাজাতে হবে, যাতে নতুন প্রজন্ম জীবনে একবার অন্তত অযোধ্যায় যেতে আগ্রহী হন। পর্যটক, তীর্থযাত্রীদের সুবিধার জন্য ভবিষ্যৎমুখী পরিকাঠামো গড়ে তোলা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ও উত্তর প্রদেশ সরকার উভয় মিলে অযোধ্যাকে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, আধ্যাত্মিক কেন্দ্র ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা চলে। অযোধ্যার জন্য ভিশন ডকুমেন্ট প্রকল্প বৈঠকে আনা হয়েছে। যেখানে নতুন আশ্রম, মঠ, হোটেল, বিভিন্ন রাজ্যের জন্য অতিথিশালা নির্মাণের কথা জানানো হয়েছে। বিশ্বমানের জাদুঘর তৈরীর কথাও বৈঠকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের দীর্ঘদিনের আন্দোলনের পর রাম মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে। রাম মন্দির নির্মাণকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে একটি বড় অস্ত্র হিসেবে তুলে ধরবে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনেও একটা যথেষ্ট বড় ভূমিকা থাকবে যার। এই আবহে রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে অভিযোগ ওঠায়, সমস্যা সমাধানে নিজেই মাঠে নামলেন প্রধানমন্ত্রী। রাম মন্দির নিয়ে মানুষের মধ্যে কোনো অসন্তোষ তৈরি হোক, এটা একেবারেই চাইছেন না প্রধানমন্ত্রী।

কারণ, রাম মন্দির নিয়ে যদি মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়, তবে তার ফল ভোগ করতে হবে বিজেপিকে। তাই এ বিষয়ে বিশেষ কঠোর পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভগবান রামের ক্ষমতা ছিল সমস্ত মানুষকে একজোট করার, অযোধ্যার উন্নয়নেও মানুষকে সে ভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে, রাম মন্দির নিয়ে কোনোরকম দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। এ বিষয়ে তিনি সতর্ক করে দিয়েছেন উত্তরপ্রদেশ প্রশাসনকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!