এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি ফেরত নেতাকেই কি জেলা সভাপতির দায়িত্ব! শোরগোল উত্তরবঙ্গে!

বিজেপি ফেরত নেতাকেই কি জেলা সভাপতির দায়িত্ব! শোরগোল উত্তরবঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দক্ষিণ দিনাজপুর জেলায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন বিপ্লব মিত্র। কিন্তু গত লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষ সেই দক্ষিণ দিনাজপুর জেলায় পরাজিত হওয়ার পরেই তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর পরেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন সেই বিপ্লব মিত্র। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে দেখা যায় তাকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ফিরে আসলেও তাকে এখনও পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়নি।

তবে প্রথম থেকেই বিপ্লববাবুর অনুগামীরা আশা করেছিলেন, খুব তাড়াতাড়ি হয়ত তাদের নেতা বড় কোনো পদ পাবেন। তবে বিধানসভা নির্বাচনের আগে গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে বিপ্লব মিত্রকে আবার সেখানে বসানো হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আর এই পরিস্থিতিতে আগামী 7 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে সেই বিপ্লব মিত্রকে কলকাতায় ডেকে তার সঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর একান্তে বৈঠক তীব্র জল্পনা বাড়িয়ে দিল।

বিপ্লব মিত্রের অনুগামীরা দাবি করতে শুরু করেছেন, খুব তাড়াতাড়ি বিপ্লববাবুকে গুরুত্বপূর্ণ পদে বসাবেন রাজ্য নেতৃত্ব। কিন্তু জেলা সভাপতি পদ ছাড়া আর কোন পদে বসানো হবে বিপ্লব মিত্রকে! তাহলে কি গৌতম দাসকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে আবার সেখানে বসানো হবে কিছুদিন আগেই বিজেপি থেকে আসা বিপ্লব মিত্রকে! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসেছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। আর জেলায় এসে বিপ্লব মিত্রের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছিল তাকে। আর সেই বৈঠকে জেলার সাংগঠনিক পরিস্থিতি যে খুব একটা ভালো নয়, সেই কথা ব্রাত্য বসুকে বলেছিলেন বিপ্লব মিত্র বলে খবর।আর তারপরই ব্রাত্য বসু সেই খবর পৌঁছে দেয় রাজ্য নেতৃত্বের কাছে। আর এরপর এই সোমবার রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে ডেকে পাঠানো হয় বিপ্লব মিত্রকে।

জানা গেছে, রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে বিপ্লব মিত্রের। স্বাভাবিকভাবেই এই বৈঠককে কেন্দ্র করে এখন রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। যদিও বা বিপ্লব মিত্রকে বিধানসভা নির্বাচনের আগে জেলা সভাপতি পদে বসানো হয়, তাহলে গৌতমবাবু এতদিন জেলা সভাপতি থেকে যেভাবে তার টিম সাজিয়ে নিয়েছিলেন, তাতে বড়সড় ধাক্কা আসবে। শুধু তাই নয়, এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্ব আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন একাংশ।

কর্মীদের অভিযোগ, এর আগেও নির্বাচনের আগে বারবার সংগঠনে পরিবর্তন করা হয়েছে। যার ফলে তৈরি হয়েছে দ্বন্দ্ব। তাই এবারও যদি সেই একই ভুল করা হয়, তাহলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কিন্তু বিপ্লব মিত্রকে ডাকা হলেও কেন জেলা সভাপতি গৌতম দাসকে ডাকা হল না সেই বৈঠকে? কেন সুব্রত বক্সী একা বিপ্লব মিত্রকে নিয়ে বৈঠক করলেন? এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস বলেন, “আমাকেও সোমবারের ওই বৈঠকে ডাকা হয়েছিল। কিন্তু পরে ফোন করে যেতে বারণ করে দেওয়া হয়। সেখানে কী আলোচনা হয়েছে, আমি জানি না।”

এদিকে এই ব্যাপারে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতা বিপ্লব মিত্র বলেন, “সুব্রত বক্সী আমাকে ডেকে পাঠিয়েছিলেন। সোমবার কলকাতায় তার সঙ্গে বৈঠক করেছি। সামনে গঙ্গারামপুরে অভিষেকের সভা রয়েছে। সেই সভার প্রস্তুতি কতটা, তা নিয়ে তিনি আমার কাছে জানতে চান। পাশাপাশি জেলার একাধিক সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের জেলার সংগঠন নিয়ে বহু রিপোর্ট কলকাতায় পৌঁছেছে। প্রকাশ্যে এই নিয়ে কিছু বলতে চাই না। বিজেপি থেকে আসার পর এখনও পর্যন্ত কোনো পদ পাইনি। আমাকে যদি জেলা সংগঠনের কোনো পদ দেওয়া হয়, তাহলে জেলা সভাপতির পদ ছাড়া আর কোনো পদ নেই। এখন সমস্ত কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে।”

আর এখানেই বিশেষজ্ঞরা বলছেন, যদি এবার গৌতম দাসকে সরিয়ে বিপ্লব মিত্রকে তৃণমূলের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি করা হয়, তাহলে তা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করতে পারে। ইতিমধ্যেই গৌতম দাস সভাপতি হওয়ার পর বিভিন্ন ব্লক এবং শহর কমিটি তৈরি হতে শুরু করেছে। সেদিক থেকে বিপ্লব মিত্র সভাপতি হলে নিজের অনুগামীদের তিনি আবার সেখানে বসাতে শুরু করবেন। যার ফলে সমস্যা জোরালো হয়ে উঠতে পারে। আর বিধানসভা নির্বাচনে এই গোষ্ঠীদ্বন্দ্ব যদি তৈরি হয়, তাহলে তা কিভাবে সামাল দেওয়া যাবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!