এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking তৃনমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূম! তীব্র উত্তেজনা!

Big Breaking তৃনমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূম! তীব্র উত্তেজনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। বিভিন্ন জেলায় এক নেতার সঙ্গে অপর নেতার তরজা লেগেই রয়েছে। তবে শুধুমাত্র বাকযুদ্ধ নয়। অনেক ক্ষেত্রে তা হাতাহাতির রূপ নিতেও দেখা যাচ্ছে। আর এবার তৃণমূল-বিজেপির সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল বীরভূমের সিউড়িতে। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

জানা গেছে, সিউড়ির চৈতালি মোড়ের কাছে তৃণমূলের একটি দলীয় কার্যালয় ছিল। শাসকদলের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা তাদের দলীয় পতাকা খুলে ফেলেছে। আর তখন তৃণমূলের কর্মীরা তাদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, ধারালো অস্ত্র এবং লাঠি নিয়ে তৃণমূলের ওপর চড়াও হন বিজেপি নেতা কর্মীরা। আর এই ঘটনায় শেখ আকবর নামে এক তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে খবর। তবে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ তোলা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে পদ্মফুল শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। কাউকে কোনোভাবে মারধর করা হয়নি। এর পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তবে অনেকে আবার বলছেন, সম্প্রতি অনুব্রত মণ্ডলের হাত ধরে বিজেপির বীরভূম জেলা যুব মোর্চার সহ-সভাপতি সহ বিজেপির একগুচ্ছ পদাধিকারী তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন। যার ফলে অনেকটাই চাপে পড়েছে ভারতীয় জনতা পার্টি। আর সেই কারণেই আক্রোশের জেরে তারা তৃণমূল কংগ্রেসের ওপর এই হামলা করেছে।

তবে যে কারণেই এই সংঘর্ষের সৃষ্টি হোক না কেন, পরিস্থিতি যে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। নির্বাচনের দামামা বাজার আগেই যদি এইভাবে শাসক-বিরোধী সংঘর্ষ তৈরি হতে শুরু করে, তাহলে নির্বাচন দুয়ারে আসলে কি পরিস্থিতি সৃষ্টি হবে, তা রীতিমত আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!