এখন পড়ছেন
হোম > অন্যান্য > বক্সিং ডে থেকে ছিটকে গেলেন ক্রিকেটের তাবড় তাবড় খেলোয়াড়রা।

বক্সিং ডে থেকে ছিটকে গেলেন ক্রিকেটের তাবড় তাবড় খেলোয়াড়রা।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ডেভিড ওয়ার্নার এবং অ্যাবটকে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে দেওয়া হবে না বলেই জানিয়েছে সিএ। তবে তৃতীয় টেস্টের আগে তারা ভারতের বিরুদ্ধে পুনরায় যোগদান করবেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিন সিএ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে যে, ওয়ার্নার এবং অ্যাবট চোট থেকে সেরে উঠতে দলের বায়ো সুরক্ষার বাইরে সিডনিতে সময় কাটিয়েছেন।

যেহেতু কোন খেলোয়ার ইএনএসডব্লিউ এর দ্বারা নির্দিষ্ট হটস্পটে থাকা সত্ত্বেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সুরক্ষা বিধি লঙ্ঘন করলে যেহেতু সিএ যথাসময়ে তাদের খেলায় প্রবেশ করতে দেয়না, তাই এক্ষেত্রেও তাঁদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে হলেই জানান হয়েছে। বস্তুত, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে গিয়ে কুচকিতে আঘাত পেয়েছিলেন ওয়ানার। আর সেই আঘাত থেকে পুরোপুরি সেরে ওঠেননি তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন আহত এই জুটি সিডনি থেকে মেলবোর্ন ভ্রমণ করেন এবং সিডনির পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে তাদের পুনর্বাসন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএ। তারা আরও জানিয়েছেন যে, বক্সিং ডে টেস্ট এর জন্য কোন অতিরিক্ত খেলোয়াড়কেই আর স্কোয়াডে যুক্ত করা হবে না। ফলে এই দুজন বক্সিং ডে থেকে বাদ পড়েছে বলেই জানা গেছে।

অন্যদিকে, সিরিজের প্রথম টেস্টে 8 উইকেটে হেরেছে ভারত। ডিসেম্বর থেকে শুরু হওয়া বক্সিং ডে টেস্ট এবং বাকি তিন টেস্টের জন্য ভারত বিরাট কোহলি ছাড়াই খেলবে বলেও জানা গেছে। সেখানে ভারতের ক্ষেত্রে ডান পায়ের বাহুতে ফ্র্যাকচারের পরে মোহাম্মদ সামিও সাম্প্রতিক ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে বিদায় নিয়েছেন বলেও জানা গেছে। মূলত, অ্যাডিলেড টেস্ট এর বিরুদ্ধে বোলিং করতে গিয়ে আঘাত পেয়েছিলেন শামি।

সেখানে মাইকেল হাসি মনে করছেন, মোহাম্মদ সামি চলে যাওয়ায় ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই কমে যাবে। বিরাট কোহলির পরে মোহাম্মদ সামি এই দুজনের অনুপস্থিতি ভারতের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলেই দাবি করেছেন তিনি। মোহাম্মদ সামিকে ভারতীয় শিবিরের অন্যতম সেরা বোলার হিসেবে অভিহিত করে মাইকেল বলেছেন যে মোহাম্মদ সামির জায়গা নেওয়ার মতো অবস্থা ভারতীয় দলে আপাতত নেই। তবে বর্তমান ভারতীয় দলে সেক্ষেত্রে বোলারদের থেকে চাপ সরাতে অন্য পেশারকে ডাকতে চাইলে ভারতীয় দল বাকি দলগুলির সাথে বর্তমানে অস্ট্রেলিয়া ফাস্ট বোলারদের ত্রয়ী থেকে বেছে নিতে পারেন বলেও মনে করছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!