এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘বাকি দফাগুলোতে আরও জ্বালাবে’ প্রচারে নিষেধাজ্ঞা ওঠার পরই বিস্ফোরক মমতা!

‘বাকি দফাগুলোতে আরও জ্বালাবে’ প্রচারে নিষেধাজ্ঞা ওঠার পরই বিস্ফোরক মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই কমিশনের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তীতে পুলিশ প্রশাসনে বদল নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। শুধু তাই নয়, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান সত্ত্বেও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথামত চলছে বলে বিভিন্ন জনসভা থেকে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর সম্প্রতি প্ররোচনামূলক মন্তব্যকে করার কারণে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 24 ঘন্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। যার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেন তৃণমূল নেত্রী। তবে প্রচারে নিষেধাজ্ঞা ওঠার পরই বারাসাতের সভায় উপস্থিত হয়ে বাকি দফাগুলোতেও যে এরকম ঘটনা ঘটতে পারে, সেই ব্যাপারে আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার এই আশঙ্কাকে কেন্দ্র করে এবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, মঙ্গলবার রাত আটটায় নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা ওঠার পরেই বারাসাতের সভায় উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মত লড়াই করে যাব। আরও চার দফায় ওরা আরও জ্বালাবে। যতক্ষণ আমার রক্ত বইবে, ততক্ষণ লড়ব।” বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, পরবর্তী দফাগুলিতে এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু তাতে ভয় পেয়ে তিনি কোনোভাবেই পিছপা হবেন না।

একাংশ বলতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হয়ত বা তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও বেশি করে সরব হতে পারেন। যার ফলে কমিশনের পক্ষ থেকে তার সেই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে আবার তার বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে।

তাই তার আগে আগেভাগেই চক্রান্তের কথা তুলে ধরে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে কার্যত পক্ষপাতদুষ্ট বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। তাই এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বক্তব্য রেখে কি ভবিষ্যতের বার্তা দিলেন! এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!