এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “এই নীতিতে বিশ্বাসী নই” বিজেপির অভিষেকের বাড়ি ঘেরাও নিয়ে বিস্ফোরক সুকান্ত!

 “এই নীতিতে বিশ্বাসী নই” বিজেপির অভিষেকের বাড়ি ঘেরাও নিয়ে বিস্ফোরক সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে গিয়ে এক ব্যক্তিকে গুলি করে মারার অভিযোগ তুলে বিএসএফের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, এই ঘটনার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আর সেই মতোই তৃণমূলের পক্ষ থেকে সেই পদক্ষেপ গ্রহণ করা হয়। আর এবার তার পাল্টা বিজেপির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছিল। আর সেই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “দেখুন আমরা নীতিগতভাবে এবং আদর্শ দিক থেকে এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে গিয়ে যে কথা বলেছেন এবং তারপর তৃণমূলের পক্ষ থেকে যে আচরণ করা হয়েছে, তার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি। তবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে। তবে আবারও বলছি, আমরা এই ধরনের আন্দোলনে বিশ্বাসী নই। বাধ্য হয়ে এটা করতে হয়েছে।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি বিজেপি নিলেও কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই যে তাদের এই পদক্ষেপ নিতে হয়েছে, তা বুঝিয়ে দিলেন সুকান্ত মজুমদার। আদর্শগতভাবে যে বিজেপি এর বিরোধী, সেই কথাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন রাজ্য বিজেপির সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!