এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা এসে পৌঁছল কলকাতায়, প্রথম ভ্যাকসিন নেবেন ফিরহাদ

ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা এসে পৌঁছল কলকাতায়, প্রথম ভ্যাকসিন নেবেন ফিরহাদ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যের ২৫টি ক্লিনিকে কোভ্যাক্সিনের তৃতীয় পর্বের ট্রায়াল শুরু করছে ভারত বায়োটেক। সেখানে তৃতীয় পর্বে ২৬ হাজার জনকে এই ভ্যাকসিন টিকা দেওয়া হবে বলে জানা গেছে। যাদের মধ্যে থেকে ইতিমধ্যেই দিল্লি, হায়দরাবাদে ট্রায়াল শুরু হয়ে গেছে বলে জানা যায়।

তবে সম্প্রতি পশ্চিমবঙ্গেও টিকার ট্রায়াল শুরু হতে চলেছে বলে জানা গেছে। ইতিমধ্যেই ভারত বায়োটেকের সেই কোভ্যাক্সিন টিকা কলকাতায় এসে পৌঁছে গেছে বলে জানা গেছে। সেইসঙ্গে ডিসেম্বর থেকেই এই টিকার তৃতীয় পর্বের ট্রায়াল শুরু হয়ে যাবে বলেও জানান হয়েছে। সেইসঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে স্বেচ্ছাসেবক বাছাইয়ের কাজ।

আর সেখানে বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে প্রথম টিকার ডোজ দেওয়া হতে পারে বলেও জানান হয়েছে। সেইসঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে নাম লেখাতে দেখা গেছে বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষকেও। বস্তুত, কলকাতার আইসিএমআর-নাইসেডে স্বেচ্ছাসেবকদের টিকার ইঞ্জেকশন দেওয়া হবে বলে জানা যায়। সেইমত এক হাজার টিকার ডোজও কলকাতায় এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বিষয়ে নাইসেড জানিয়েছে যে, এই টিকা এমনভাবে তৈরি হয়েছে যাতে কোল্ড স্টোরেজের স্বাভাবিক তাপমাত্রাতেই একে সংরক্ষণ করা সম্ভব হয়। মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোভ্যাক্সিন টিকার ভায়াল রাখা হয়েছে বলে জানা গেছে। সেইসঙ্গে সেচ্ছাসেবকদের ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হবে বলেও জানান হয়েছে।

অন্যদিকে, কোভ্যাক্সিন টিকার ট্রায়ালের কর্মসূচী ঠিক করতে পুরসভার সঙ্গে নাইসেডের বৈঠক হয়েছে।।আর সেখানে জানা গিয়েছে যে, বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে প্রথম টিকার ডোজ দেওয়া হতে পারে। তবে এখনও এ ব্যাপারে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

নাইসেডের তরফে জানা গেছে, স্বেচ্ছাসেবক হিসেবে নাম লেখানোর জন্য অনেক ফোন আসছে তাদের কাছে। তবে টিকার ট্রায়ালে অংশ নিতে হলে আগে শারীরিক পরীক্ষা করাতে হবে। সেইসঙ্গে মেনে চলতে হবে কিছু বিধিনিষেধও। সেখানে যেমন একটা নির্দিষ্ট বয়সসীমা থাকবে, সেখানে আগে করোনা সংক্রমণ হয়ে থাকলেও ট্রায়ালে অংশ নেওয়া যাবে না।

তাছাড়া ক্রনিক রোগ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক কিডনি বা লিভারের রোগ থাকলে টিকার ইঞ্জেকশন দেওয়া যাবে না। সেইসঙ্গে গর্ভবতী মহিলারাও টিকার ট্রায়ালে অংশ নিতে পারবেন না বলেই জানানো হয়েছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!