এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অভিষেকের পলিটিক্যাল ক্যারিয়ার শেষের মুখে? জল্পনা বাড়িয়ে বিস্ফোরক শুভেন্দু!

অভিষেকের পলিটিক্যাল ক্যারিয়ার শেষের মুখে? জল্পনা বাড়িয়ে বিস্ফোরক শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পিসি-ভাইপো এবং এই সরকারের বিরুদ্ধেই তার লড়াই। বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও, পুলিশি হেনস্থা সত্ত্বেও তিনি তার লক্ষ্যে অবিচল থেকে লড়ে যাচ্ছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। আরে দিন বিধানসভায় নিজের ঘরে বসে সেই শুভেন্দু অধিকারী বড়সড় হুংকার দিলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। আজ বিমানবন্দরে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছেন আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তার পরিপ্রেক্ষিতেই রাজ্যের বিরোধী দলনেতা সেই যুবরাজের ভবিষ্যৎ রাজনৈতিক জীবন নিয়েই বড় প্রশ্ন চিহ্ন তৈরি করে দিলেন। কিন্তু কি এমন বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?

প্রসঙ্গত, আজ বিধানসভায় পাঁচ রাজ্যে জয়ের সেলিব্রেশনের পর সাংবাদিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে তাকে প্রশ্ন করেন। আর সেখানেই নাম না করে তৃণমূলের এই সাংসদকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আজকে একটা চ্যাংড়া বিমানবন্দরে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছে। আমি সেই চ্যাংড়াকে বলে রাখছি, যদি ক্ষমতা থাকে, তাহলে ডায়মন্ডহারবারে দাঁড়াক, ওকে হারিয়ে বুঝিয়ে দেব।” তবে এই প্রথম নয়, কিছুদিন আগেও শুভেন্দু অধিকারী এই একই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। আজও সেই এক কথা বললেন। তাই যদি সত্যিই তিনি প্রকৃত নেতা হবেন, আঞ্চলিক দলের সর্বভারতীয় নেতা বলে নিজেকে মনে করেন, তাহলে তো শুভেন্দু অধিকারীর এই চ্যালেঞ্জ অবশ্যই এক্সেপ্ট করা উচিত বাংলার যুবরাজের। কিন্তু তা করার মত ক্ষমতা তার রয়েছে কি! সেটাই লাখ টাকার প্রশ্ন সমালোচকদের কাছে।

বিজেপির দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো মত জানেন, শুভেন্দু অধিকারী কত বড় মাপের নেতা। তিনি বিরোধী দলনেতা হওয়ার পর থেকে এই রাজ্যে বিজেপির প্রভাব যেমন বেড়েছে, ঠিক তেমনই শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রেও কষ্ট হচ্ছে তৃণমূল দলের। আগামী লোকসভায় তাদের শোচনীয় পরাজয় নিশ্চিত। আর ভাইপো নিজের কেন্দ্রে জিততে পারবেন না, এটা তৃণমূলের অনেকেই উপলব্ধি করতে পারছেন। তাই ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে দেখান সর্বভারতীয় ভাইপো। তা না হলে বোঝা যাবে যে, তিনি ভয় পেয়ে গিয়েছেন। তাই নিজের কেন্দ্রে পরাজয়ের দুঃখ উপলব্ধি করার জন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি নিতে শুরু করুন যুবরাজ বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, পিসি ভাইপোর মধ্যে দ্বন্দ্ব এমনিতেই শুরু হয়ে গিয়েছে। মান অভিমানের পালা চলছে তৃণমূলে। আর তার মধ্যে শুভেন্দু অধিকারী এদিন যে চ্যালেঞ্জ ভাইপোর উদ্দেশ্য ছুড়ে দিয়েছেন, তা আরও মারাত্মক। তৃণমূলের অনেকেও খুব ভালো মত জানেন যে, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। তাই তার কাছে ভাইপোকে পরাজিত করা কোনো ব্যাপার নয়। আর এই সরল সত্যটা উপলব্ধি করে বাংলার যুবরাজের কবে হুশ ফিরবে, সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে বিরোধী মহলে। তবে লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বাংলার যুবরাজের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হওয়ার সময়ও ঘনিয়ে আসছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!