এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সংখ্যালঘু নেতাকে তৃণমূল বিধায়কের মার ঘিরে উত্তাল রাজ্য! পাল্টা প্রতিবাদে ঝড় তুলল ঘাসফুল

সংখ্যালঘু নেতাকে তৃণমূল বিধায়কের মার ঘিরে উত্তাল রাজ্য! পাল্টা প্রতিবাদে ঝড় তুলল ঘাসফুল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভাঙড়ে অশান্তি ক্রমশ বৃদ্ধি হচ্ছে। রবিবার কাচদিয়ায় আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের সঙ্গে শাসকদলের কর্মীদের চরম সংঘর্ষ তৈরি হয়। এদিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় গিয়েছিলেন পিরজাদা আব্বাস সিদ্দিকী। আর সেখানেই তার ওপর তৃনমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা ঘটনার প্রতিবাদে সোমবার ভাঙ্গড়ের বিভিন্ন জায়গায় সুন্নাতুল জামাতের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

তবে তৃণমূলের পক্ষ থেকে এই ব্যাপারে জামাতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে। তাদের বক্তব্য, আব্বাস সিদ্দিকী মিথ্যে নাটক করছেন। এদিন তৃণমূলের পক্ষ থেকে ভাঙ্গড়ের কাচদিয়ায় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, সোনাপুরের তৃণমূল বিধায়ক ফেরদৌসী বেগম সহ অন্যান্য তৃণমূল নেতারা। যেখানে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ তোলা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে আব্বাস সিদ্দিকীকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, “ফুরফুরা শরীফের ধর্মগুরুদের আমরা সম্মান করি। ধর্মগুরুদের কাজ হল শান্তির কথা বলা। ধর্ম প্রচার করা। তাদের রাজনীতির কথা বলা উচিত নয়। যদি রাজনীতি করতে হয়, তাহলে সরাসরি রাজনীতির ময়দানে নামা উচিত। মানুষের কাছে আবেদন, মিথ্যা প্ররোচনায় পা দেবেন না।” তবে তৃণমূল বিধায়ক একথা বললেও পাল্টা তার বিরোধিতা করেছেন সুন্নাতুল জামাতের ভাঙ্গড় ওয়ান ব্লকের সম্পাদক মিন্টু শিকারি।

এদিন তিনি বলেন, “তৃণমূল আসল বিষয় ধামাচাপা দিতে চাইছে। প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।” তবে যেভাবে সুন্নাতুল জামাতের ওপর আক্রমণের ঘটনায় তৃণমূল বিধায়কের নাম জড়িয়েছে, তাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়াচ্ছে এলাকায়। ফলে এতে করে অস্বস্তি বাড়তে পারে প্রশাসনের। ফলে বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় সংখ্যালঘু ভোট তৃণমূলের বিরুদ্ধে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, উত্তেজনা প্রশমিত করতে প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!