এখন পড়ছেন
হোম > অন্যান্য > মোহনবাগান, ইস্টবেঙ্গল। মহমেডানকে একযোগে বৈঠকে ডাকল রাজ্য ক্রীড়া দপ্তর, করোনা আবহে জল্পনা

মোহনবাগান, ইস্টবেঙ্গল। মহমেডানকে একযোগে বৈঠকে ডাকল রাজ্য ক্রীড়া দপ্তর, করোনা আবহে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সকলের মধ্যে। ক্রিকেট থেকে ফুটবল আদৌ কবে যে খেলা শুরু হবে, সেই চিন্তায় খেলোয়াড়রা। প্র্যাকটিস থেকে শুরু করে ম্যাচ বন্ধ সবই। এমনই পরিস্থিতিতে জল্পনা বাড়িয়ে বাংলার তিন ফুটবল দলকে ডেকে পাঠালেন রাজ্য ক্রীড়া দপ্তর। আজ বুধবার সেই মিটিং এ উপস্থিত থাকতে বলা হয়েছে সকলকে।

ফুটবল দলের সে তালিকায় রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামেডান। সঙ্গে আইএফএ কে থাকার অনুরোধ করা হয়েছে। ফুটবলের দলগুলির তরফ থেকে জানা গেছে যে মিটিং এর সঠিক কারণ না জানলেও তারা প্রত্যেকেই যোগ দেবেন সেই সভায়। তবে আই এফ এ সভাপতি জানিয়ে দিয়েছেন যে, পূর্বনির্ধারিত একটি বৈঠকের কথা আগে থেকে হয়ে থাকার জন্য তারা এই সভায় উপস্থিত থাকতে পারছেন না এবং কোনো ভাবেই সেই পূর্বনির্ধারিত বৈঠকটিকে স্থগিত রাখা সম্ভব না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফুটবল ফেডারেশনে তরফ থেকে জানা গেছে যে, এতদিন খেলা বন্ধ থাকলেও দ্বিতীয় ডিভিশন আই লিগের খেলা দিয়েই তারা নতুনভাবে শুরু করতে চান। যদিও সামনে কোনো ফুটবল টুর্নামেন্ট নেই, তবুও সেক্ষেত্রে ঘরোয়া লিগ কবে থেকে শুরু হবে, কিভাবেই বা শুরু হবে সে নিয়ে ধন্দ ছিলো। এবার তার মধ্যে রাজ্য সরকারের এই চিঠি দিয়ে বৈঠকের তলব আদৌ কি কারণে, তা আপাতত কেউই বুঝতে পারছেন না।

করোনা আবহে খেলা বন্ধ অনেক দিন ধরেই। তবে কবে আবার নতুন করে খেলা শুরু হবে, কবে অনুষ্ঠিত হতে পারে নতুন ফুটবল টুর্নামেন্ট, সেই আশায় বুক বেঁধে রেখেছেন ফুটবলপ্রেমীরা। এবার এই বৈঠকে যদি সেব্যাপারে সত্যিই কোনো সুযোগ সামনে আসে তবে কিভাবে তাকে কাজে লাগাবেন ফুটবল ক্লাবের কর্তারা, এখন সেটাই দেখার বিষয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!